যেভাবে সুপার টুয়েলভে যাবে বাংলাদেশ

যেভাবে সুপার টুয়েলভে যাবে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ৬ রানে হার এবং ওমানের বিপক্ষে অলআউট হয়ে ২৬ রানে জয়লাভ করেছে  বাংলাদেশ। আর তাই সুপার টুয়েলভ নিশ্চিত করতে পাপুয়া নিউ গিনির বিপক্ষে ৩ রানে জিততে হবে টাইগারদের।

এরইমধ্যে বাংলাদেশে ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে স্কটল্যান্ড (০.৫৭৫)। ২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ওমান (০.৬১৩)।

সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে তিনে আছে বাংলাদেশ (০.৫০০)। এখনও কোনো জয় না পাওয়া পাপুয়া নিউ গিনি (-১.৮৬৭) রানরেটে বেশ পিছিয়ে।

এখন চার দল টিকে আছে কাগজে কলমে। বাংলাদেশ (৩ রানে জিততে হবে), স্কটল্যান্ড ও ওমান জিতলেই নিশ্চিত হবে সুপার টুয়েলভ।

পাপুয়া নিউ গিনির স্রেফ জিতলেই হবে না। জিততে হবে বড় ব্যবধান, এরপর অন্য ম্যাচে তাকিয়ে থাকতে হবে ওমানের বড় পরাজয়ের দিকে।


এদিকে পাপুয়া নিউ গিনির বিপক্ষে ৩ রানে জয় তুলে নিতে হবে বাংলাদেশকে। তখন অন্য ম্যাচের দিকে আর তাকাতে হবে না।

সমীকরণে ওমানের বিপক্ষে স্কটল্যান্ড জিতলে বাদ পড়বে ওমান। তবে মাত্র ১ রানে হারলেও নেট রান রেটে পিছিয়ে তৃতীয় অবস্থানে চলে যাবে স্কটল্যান্ড।

ওমান জিতলে রান রেটে গ্রুপ সেরা হওয়ার সুযোগও থাকবে বাংলাদেশের। ওমান ১০ রানে জিতলে বাংলাদেশের জিততে হবে অন্তত ১৫ রানে।


আরও পড়ুন

ফেসবুক লাইভে স্ত্রীকে কুপিয়ে হত্যা : রায় আগামীকাল

স্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য, নেটিজেনদের আচরণে লজ্জিত সিয়াম

অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

মারাত্মক ঝুঁকিতে আফ্রিকার ১০ কোটিরও বেশি দরিদ্র মানুষ


হারলেও সুযোগ থাকবে বাংলাদেশের। তবে সেক্ষেত্রে স্কটল্যান্ডের বিপক্ষে হারতে হবে ওমানের। বাংলাদেশ ১০ রানে হারলে রান রেটে তাদের পেছনে পড়তে অন্তত ১৩ রানে হারতে হবে ওমানকে।

আর ওমানের বিপক্ষে জিতলেই গ্রুপ সেরা হবে স্কটল্যান্ড।

news24bd.tv/এমি-জান্নাত