প্রধানমন্ত্রীকে পীরগঞ্জের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের আহ্বান জাফরুল্লাহর

প্রধানমন্ত্রীকে পীরগঞ্জের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের আহ্বান জাফরুল্লাহর

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রংপুরের পীরগঞ্জে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসার আহ্বান জানিয়ে গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেছেন, আজকে যদি এই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী আসেন তাহলে অন্য জায়গায় এমন ঘটনা ঘটবে না।

১৫ আগস্ট উনি (প্রধানমন্ত্রী) যে রকম কান্না করেছেন, আমার মনে হয় এ দুঃখ দেখে উনি সমপরিমাণ কান্না করবেন।

বুধবার (২০ অক্টোবর) বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর মাঝিপাড়া এলাকা পরিদর্শন শেষে জাফরুল্লাহ বলেন, আমি আবেদন করছি মাননীয় প্রধানমন্ত্রী, এতোদিন আপনার সিনিয়র মন্ত্রীরা যারা শুধু বক্তৃতা দিয়েছে কিন্তু এখানে আসেনি তাদের শাস্তি দেন।

তাদেরকে বিদায় করেন। আর আপনি শেখ রেহানাকে সঙ্গে নিয়ে এদের বাড়িতে এসে ঘুরে যান।

আরও পড়ুন:


ব্রাহ্মণবাড়িয়ায় আইপিএল নিয়ে জুয়া, ৩ জনের সাজা

চট্টগ্রাম আদালত এলাকায় বোমা হামলা মামলার রায় আজ

টুইটার অ্যাকাউন্ট ফিরে পেতে আদালতে ট্রাম্প

যুবলীগ নেতার সঙ্গে ভিডিও ফাঁস! মামলা তুলে নিতে নারীকে হুমকি


এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এক মাসের খাবার বিতরণের ঘোষণা দেন জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, এখানে যাদের চোখের সমস্যা রয়েছে তাদের বিনা পয়সায় চোখের ছানি অপারেশন করা হবে।

যারা অসুস্থ তাদের বিনা পয়সায় চিকিৎসা দেওয়া হবে। আমাদের হাসপাতালে সব ধরনের সুবিধা রয়েছে।

news24bd.tv/তৌহিদ

সম্পর্কিত খবর