সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে কানাডায় প্রতিবাদ কর্মসূচি

সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে কানাডায় প্রতিবাদ কর্মসূচি

Other

বাংলাদেশের প্রয়োজনে,বাংলাদেশের ডাকে সাড়া দিতে কানাডায় বসবাসরত বাংলাদেশিরা কখনোই দ্বিধা করেনি। লুটেরা বিরোধী আন্দোলন, সাম্প্রদায়িক সন্ত্রাসবাদের বিরোধীতা, রোহিঙ্গাদের উপর নীপিড়ন, যে কোনো অন্যায়ের বিরুদ্ধেই বাংলাদেশি কানাডীয়ানরা রাস্তায় দাঁড়িয়েছে, প্রতিবাদ করেছে, নীপিড়িত মানুষের পক্ষে কথা বলেছে। এবারের দুর্গা পূজায় ঘটে যাওয়া বর্বরোচিত সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধেও বাংলাদেশি কানাডীয়ানরা সোচ্চার হয়ে উঠেছেন। পৈশাচিক বর্বরতার প্রতিবাদ জানাতে টরন্টো, মন্ট্রিয়ল, ক্যালগেরিসহ বিভিন্নস্থানেই তারা রাস্তায় নেমেছেন, আরো নামার প্রস্তুতি নিচ্ছেন।

  

এবারের দুর্গা পূজায় বাংলাদেশে সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদের শুরুটা হয়েছিল ক্যালগেরির অনলাইন নিউজ পোর্টাল ’প্রবাস বাংলা ভয়েস’। পোর্টালটির সম্পাদক আহসান রাজিব বুলবুলের সঞ্চালনায় ক্যালগেরির সূধীজনদের নিয়ে আয়োজিত হয়েছল ভার্চ্যূয়াল প্রতিবাদ সমাবেশে । এরপরই ক্যালগেরিতে অনুষ্ঠিত হয় প্রতিবাদ মানববন্ধন। ক্যালগেরিতে প্রতিক্রিয়াটা শুরু হলেও সেটি এখন ছড়িয়ে পরছে কানাডার অন্যান্য শহরেও।

  

টরন্টোয় প্রতিবাদ হবে টানা চারদিন ধরে। আগামী ২২ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৬টায় ডেনফোর্থের সুইস বেকারি- ঘরোয়া রেস্তোরার সামনে মানববন্ধনের ডাক দিয়েছে টরন্টোর সচেতন নাগরিবৃকন্দ। চাকসুর সাবেক জি এস আজিমউদ্দিন আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মানববন্ধনে সবাইকে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন। টরন্টো ফিল্ম ফোরাম আগামী ২২শে অক্টোবর, শুক্রবার সন্ধ্যা ৬:৩০টায় ৩০০০ ড্যানফোর্থ এ মানববন্ধন এর আয়োজন করেছে বলে ফোরামের সাধারন সম্পাদক মনিস রফিক জানিয়েছেন।  

ডেনটনিয়া পার্কে শহীদ মিনারের পাদদেশে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন ডেকেছে অন্টারিও আওয়ামী লীগ। ২৩ অক্টোবর শনিবার বিকেল ৫ টায় এই কর্মসূচীতে অংশ নিতে অন্টারিও আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল এবং সাধারন সম্পাদক লিটন মাসুদ আহ্বান জানিয়েছেন। পরের দিন ২৪ অক্টোবর রোববার ডেনফোর্থে মানববন্ধনের ডাক দিয়েছে প্রগতিশীল গনতান্ত্রিক ঐক্য (পিডিআই)। বিকেল ৪টায় এই কর্মসূচীতে অংশ নিতে আহ্বান জানিয়েছেন পিডিআইর পক্ষে আজিজুল মালিক,বিদ্যুৎ রঞ্জন দে এবং মাহবুব আলম।  

২৪ অক্টোবর রোববার মন্ট্রিয়লে অনুষ্ঠিত হবে গণমিছিল ও প্রতিবাদ সভা। দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত এই কর্মসূচীতে অংশ নিতে আহ্বান জানিয়েছে ‘বাংলাদেশি হিন্দু কমিউনিটি অব মন্ট্রিয়ল’।  

২৫ অক্টোবর সোমবার টরন্টোর কুইন্সপার্কে অন্টারিওর প্রভিন্সিয়াল পার্কের সামনে প্রতিবাদ কর্মসূচী পালনের ঘোষনা দিয়েছে বাংলাদেশি কানাডীয়ান হিন্দুস। আজ বুধবার (টরন্টো সময় রাত ৯টা ( বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টা) ) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ‘শওগাত আলী সাগর লাইভে’ আলোচনা হবে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির সংকট নিয়ে। কবি আসাদ চৌধুরী, ডেনফোর্থ ইসলামিক সেন্টার মসজিদের ইমাম হাফেজ মাওলানা ফারুক আহমদ এবং টরন্টো হিন্দু মন্দিরের সাবেক প্রেসিডেন্ট শিবু চৌধুরী আলোচনায় অংশ নেবেন।  

আরও পড়ুন


বঙ্গবন্ধু যেতেই গুলি বন্ধ করল বিডিআর

মানুষের সঙ্গে যেভাবে কথা বলতেন বিশ্বনবী

সূরা বাকারা: আয়াত ১২৮-১৩৩, আল্লাহর নির্দেশ ও হয়রত ইব্রাহিম (আ.)

কলকাতা প্রেস ক্লাবে ‘বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার’


 

টরন্টো, মন্ট্রিয়লে বাংলাদেশি কানাডীয়ানদের এই কর্মসূচীগুলোর প্রতি পূর্ন সমর্থন কানাডার প্রবাসী বাঙ্গালীদের। টরন্টোর কর্মসূচীগুলোর প্রায় সবকটিতেই অংশ নেয়ার চেষ্টা করবে প্রবাসীরা। প্রভিন্সিয়াল পার্লামেন্টের সামনে সোমবারের কর্মসূচীতে অনেকেই অংশ গ্রহণ করার প্রস্তুতি নিচ্ছে।

কানাডায় বসবাসরত বাংলাদেশি বন্ধুদের প্রতি আহ্বান জানিয়েছে বিভিন্ন সংগঠন। বাংলাদেশের সংঘটিত বর্বরোচিত অপকর্মের বিরুদ্ধে প্রবাসীদের প্রতিবাদ অব্যাহত রয়েছে । মানুষের দু:সময়ে তার পাশে দাঁড়াতে না পারলে মানবিকতার লজ্জা হয়, মনুষ্যত্ব অপমানিত হয়। প্রবসী  বাঙ্গালীরা সেটি হতে দিতে পারে না। বাংলাদেশের মানুষের এই  দুঃসময়ে এগিয়ে আসতে প্রবাসীরা বদ্ধ পরিকর এবং কতব্য বলে মনে করেন।

news24bd.tv/আলী