১১ কোটিতে বিক্রি হলো সেই ১ রুপির কয়েন

১১ কোটিতে বিক্রি হলো সেই ১ রুপির কয়েন

অনলাইন ডেস্ক

১৩৬ বছরের পুরাতন একটি কয়েন বিক্রি হয়েছে ১১কোটি টাকায়। নিলামে ভারতের সেই এক রুপির কয়েনটির দাম উঠেছে ১০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১১ কোটি টাকা)। আকারে এসময়ের সাধারণ এক টাকার কয়েনের চেয়ে কিছুটা বড়। এর এক পিঠে খোদাই করা রয়েছে ইংল্যান্ডের রানি ভিক্টোরিয়ার ছবি।

অন্য পিঠে ইংরেজি অক্ষরে লেখা ‘ওয়ান রুপি ইন্ডিয়া ১৮৮৫’।

ভারতে ব্রিটিশ শাসনামল ১৮৮৫ সালে মুম্বাইয়ের কোনও মিন্টে কয়েনটি বানানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তার ৯ বছর আগেই ভারতীয় মুদ্রায় সামান্য পরিবর্তন আসে। তখন কয়েনে রানি ভিক্টোরিয়ার বদলে লেখা শুরু হয়েছিল সম্রাজ্ঞী ভিক্টোরিয়া বা ‘ভিক্টোরিয়া এমপ্রেস’।

নিলামে ওঠা কয়েনটি সেই সময়ের।

আরও পড়ুন:


ইভ্যালিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের সর্বোচ্চ চেষ্টা করব: বিচারপতি মানিক

করোনা: দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজছাত্রকে অপহরণ করে বিয়ে করলো তরুণী!

ডিএমপি কমিশনার ও র‍্যাব ডিজি’র পদোন্নতি


 

এক ওয়েবসাইটে ওই কয়েনটির ছবি পোস্ট করেছিলেন এক সংগ্রাহক। এরপর কয়েনটি কেনার জন্য হুড়োহুড়ি পড়ে যায় সংগ্রাহকদের মধ্যে।

এর আগে গত জুন মাসে ১৯৩৩ সালের আমেরিকার একটি কয়েন এক কোটি ৮৯ লক্ষ ডলারে বিক্রি হয়েছিল।  

news24bd.tv/আলী