সুপার টুয়েলভে যেতে পাপুয়া নিউগিনি ম্যাচে মাহমুদউল্লাহর চাওয়া!

সুপার টুয়েলভে যেতে পাপুয়া নিউগিনি ম্যাচে মাহমুদউল্লাহর চাওয়া!

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের টি২০ বাছাইপর্বে টিকে থাকতে বাঁচা মরার লড়াইয়ে দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার ওমানকে ২৬ রান হারিয়েছে টাইগাররা। ১৫৪ রান লক্ষ্য খেলতে নেমে ২০ ওভার  ৯ উইকেট হারিয়ে ওমান সংগ্রহ করে ১২৭ রান। আর ওমানকে হারানোর কারণেই বিশকাপের মূলপর্বে খেলার আশা জিইয়ে রাখল বাংলাদেশ।  

বাংলাদেশ শেষ ম্যাচে আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় মুখোমুখি হবে পাপুয়া নিউগিনির।

সুপার টুয়েলভে খেলতে হলে বাংলাদেশকে পাপুয়া নিউ গিনিকে হারাতেই হবে।  

এদিকে পাপুয়া নিউগিনি ম্যাচে পাওয়ার প্লেতে উন্নতি চাইছেন মাহমুদউল্লাহ। পাওয়ার প্লেতে কীভাবে উন্নতি করা যায়, সেই বিষয়ে সতীর্থদের তাগাদা দিয়েছেন মাহমুদউল্লাহ। পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচে বাংলাদেশ অধিনায়কের চাওয়া, 'আমরা কিছু জায়গায় উন্নতি করতে চাই।

কিছু ভুল শুধরে নিতে চাই। আমি মনে করি, প্রথম ৬ ওভারের ব্যাটিংয়ে উন্নতি করা দরকার। এই সময়ের বোলিংয়েরও। শেষের দিকে বোলিংটা ভালো হচ্ছে, এটা স্বস্তির। '

আরও পড়ুন:


বিশ্বে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে , ২০২২ সাল পর্যন্ত থাকতে পারে করোনা মহামারি

পূজামণ্ডপে কোরআন রাখা কে এই ইকবাল?

পূজামণ্ডপে কোরআন শরিফ রেখে গদা নিয়ে যায় ইকবাল

এস কে সিনহাসহ ১১ জনের মামলার রায় আজ


ওমানের বিপক্ষে জিতেও খুব বেশি উদযাপন করেনি বাংলাদেশ। মাহমুদউল্লাহ মনে করেন জিতলেও এখনও অনেক জায়গায় উন্নতির প্রয়োজন আছে। তিনি বলেন, 'আমরা জিতেছি, এজন্য খুশি। কিন্তু আমাদের অনেক জায়গায় উন্নতি করতে হবে। '

news24bd.tv রিমু