শীর্ষে উঠার লড়াই, পিএনজির বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

শীর্ষে উঠার লড়াই, পিএনজির বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

অনলাইন ডেস্ক

আজ পাপুয়া নিউগিনির বিপক্ষে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ। যদিও বিশ্বকাপ মিশনের শুরুটা ভাল হয়নি টাইগারদের। তবুও শেষ ম্যাচে পাপুয়া নিউগিনিকে বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে চায় মাহমুদুল্লাহরা।

স্কটল্যান্ডের বিরুদ্ধে হেরে গেলেও ওমানের বিপক্ষে শেষ পর্যন্ত মিডল অর্ডারের দৃঢ়তায় বাংলাদেশ ১৫৩ রান করে এবং বোলারদের ক্যারিশমায় ওমানকে ১২৭ রানে আটকে দিয়ে ২৬ রানের দারুণ এক জয় তুলে নেয়।

এ জয়ে সুপার টুয়েলভের পথে এক পা দিয়ে রেখেছে টাইগাররা।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় শেষ ম্যাচে পাপুয়া নিউগিনিকে হারালেই নিশ্চিত হয়ে যাবে পরের রাউন্ড।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের ওপেনার লিটন দাসের ব্যাটে রান নেই। বিশ্বকাপের প্রথম পর্বে স্কটল্যান্ড আর ওমানের বিপক্ষে দুটি ম্যাচে লিটনের ব্যাট কথা বলেনি।

সর্বশেষ পাঁচ ইনিংসে লিটনের ইনিংসগুলো যথাক্রমে ১৫, ৬, ১০, ৫, ৬। এতটাই অফফর্ম যাচ্ছে লিটনের যে, আজ প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে লিটনকে দলে রাখা নিয়ে দেখা দিয়েছে সংশয়। এদিকে অলরাউন্ডার সৌম্য সরকারকে পছন্দ অনেকের। তবে ওমানের বিপক্ষে উইনিং কম্বিনেশনটা ভাঙতে চান না অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তাই গত ম্যাচের একাদশে কোনো পরিবর্তন না এনেই মাঠে নামার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।

আরও পড়ুন


পূজামণ্ডপে কোরআন রাখা কে এই ইকবাল?

বিশ্বে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে , ২০২২ সাল পর্যন্ত থাকতে পারে করোনা মহামারি

পূজামণ্ডপে কোরআন শরিফ রেখে গদা নিয়ে যায় ইকবাল

সুপার টুয়েলভে যেতে পাপুয়া নিউগিনি ম্যাচে মাহমুদউল্লাহর চাওয়া!


পিএনজির বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ-

মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), মোহাম্মদ সাইফউদ্দিন, মাহাদী হোসেন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

পাপুয়া নিউগিনি একাদশ-

টনি উরা, লেগা সিয়াকা, আসাদ ভালা (অধিনায়ক), চার্লস আমিনি, সেসে বাউ, নরমান ভানুয়া, সিমন আতাইকিপলিন ডর্জিয়া, চাদ সোপের, কাবুয়া মোরেয়া, নোসাইনা পোকানা।

news24bd.tv এসএম