শীর্ষধনী মুকেশ-নীতার চিঠিতে কাঁদলেন হার্দিক, কি ছিল সেই চিঠিতে?

শীর্ষধনী মুকেশ-নীতার চিঠিতে কাঁদলেন হার্দিক, কি ছিল সেই চিঠিতে?

অনলাইন ডেস্ক

আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স। মাত্র ১০ লক্ষ টাকায় ২০১৫ সালে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগদানের পর থেকেই দলের অপরিহার্য অংশ হয়ে ওঠেন তিনি। অভিষেকেই আইপিএল চ্যাম্পিয়ন হন হার্দিক। মুম্বাইয়ের জার্সিতে হার্দিক চার বার কাপ জয়ের সাক্ষী থেকেছেন- ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০-তে।

সম্প্রতি হার্দিক ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে সাক্ষাৎকারে মুম্বই ইন্ডিয়ান্সের প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন। হার্দিক জানিয়েছেন, 'মুম্বই ইন্ডিয়ান্স আমার জীবনের উত্থান-পতন সবসময়েই পাশে দাঁড়িয়েছে। ' 

এছাড়া তিনি এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানি ও তার স্ত্রী নীতা আম্বানি প্রসঙ্গে বলেন, 'কিছুদিন আগে আমার বাবা যখন মারা যান, ক্রুনাল এবং আমি মুকেশ স্যার এবং নীতা ম্যাডামের কাছ থেকে চিঠি পাই। শোকপ্রকাশ করে পাশে থাকার বার্তা দিয়েছিলেন দু'জনে।

এটা আমার কাছে ভীষণ আবেগের মুহূর্ত ছিল। আমি কাঁদতে শুরু করে দিয়েছিলাম। ' 

আরও পড়ুন:


৬ মাস ধরে জেলে থাকা বিএনপির ৩ নেতা পূজামন্ডপের হামলার আসামি

বিশ্বে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে , ২০২২ সাল পর্যন্ত থাকতে পারে করোনা মহামারি

পূজামণ্ডপে কোরআন রাখা কে এই ইকবাল?

পূজামণ্ডপে কোরআন শরিফ রেখে গদা নিয়ে যায় ইকবাল


শুধু নীতা এবং মুকেশ আম্বানি-ই নন, আকাশ আম্বানির কথাও সাক্ষাৎকারে জানিয়েছেন হার্দিক। বলেন, 'আকাশ আমার দারুণ বন্ধু। কখনই মনে হয়না, যে ও আমাদের দলের মালিক এবং বস। বাড়তি অনুপ্রেরণা জোগানোর পাশাপাশি আকাশ বরাবর আমাকে মানসিকভাবে ভরসা দিয়েছে। ' 

news24bd.tv রিমু