বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

Other

পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে একদিন বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দরের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরের আমদানি-রপ্তানি শুরু হয়েছে। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে ভারত-বাংলাদেশের বন্দর এলাকায়।

বৃহস্পতিবার সকাল থেকে পেট্রাপোল বন্দর থেকে রপ্তানি পণ্য নিয়ে ট্রাক আসে বেনাপোল বন্দরে। বেনাপোল দিয়েও ট্রাক রপ্তানি পণ্য নিয়ে যায় ভারতে।

দেশের ৭৫ ভাগ শিল্প প্রতিষ্ঠানের কাঁচামালের পাশাপাশি বিভিন্ন খাদ্যদ্রব্য আসে এই বন্দর দিয়ে।

আরও পড়ুন:


সারারাত যৌনকর্মে সময় না দেয়ায় হত্যা!

অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

লালমনিরহাটে বন্যায় বিধ্বস্ত হয়ে দুই উপজেলা বিদ্যুৎ বিহীন

পূজামণ্ডপে কোরআন রাখা কে এই ইকবাল?


বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব অফিসার সাইফুর রহমান মামুন জানান, বৃহস্পতিবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। আমদানি-রপ্তানি শুরু হওয়ায় কর্মচাঞ্চল্য ফিরে এসেছে দু'দেশের বন্দর এলাকায়।

news24bd.tv/ কামরুল