ভেজাল গুড় বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা, আড়তে সিলগালা

ভেজাল গুড় বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা, আড়তে সিলগালা

নাসিম উদ্দীন • নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া বাজারে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।  

আজ (৩১ মে) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ওয়ালিয়া বাজারে ভেজাল গুড়ের আড়তে অভিযান চালান।

অসাধু ওই ব্যবসায়ীর নাম মজির উদ্দিন। ভেজাল গুড় বিক্রয়ের দায়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

এ সময় ২৭টি কার্টুনে রাখা প্রায় ২ হাজার কেজি ভেজাল আখের গুড় জব্দ করা হয়। সেই সঙ্গে মজির উদ্দিন এন্টারপ্রাইজ নামে ওই গুড়ের আড়তটি সিলগালা করে দেন আদালত।

নাসিম/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর