ফরিদপুর ও কুমিল্লা বিভাগের নাম জানালেন প্রধানমন্ত্রী

ফরিদপুর ও কুমিল্লা বিভাগের নাম জানালেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি দিয়েছিলেন ফরিদপুর ও কুমিল্লাকে বিভাগ করা হবে। এবার এই দুই বিভাগের নাম কি হবে সেটিও জানালেন তিনি।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নবনির্মিত অফিস ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  

আরও পড়ুন:


সারারাত যৌনকর্মে সময় না দেয়ায় হত্যা!

অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

লালমনিরহাটে বন্যায় বিধ্বস্ত হয়ে দুই উপজেলা বিদ্যুৎ বিহীন

পূজামণ্ডপে কোরআন রাখা কে এই ইকবাল?


প্রধানমন্ত্রী বলেন, কুমিল্লা নামের সঙ্গে মোস্তাকের নাম জড়িত।

তাই কুমিল্লা নামে আমি কোনো বিভাগ দেবো না। কুমিল্লা নামের কথা মনে হলেই মোস্তাকের নাম মনে ওঠে।

এসময় শেখ হাসিনা বলেন, পদ্মা পাড়ি দিয়ে যাব ফরিদপুর আর মেঘনা নদী পাড়ি দিয়ে যাব কুমিল্লায়।

news24bd.tv/ কামরুল