সিলেটে কলেজ গেটের সামনে ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

সিলেটে কলেজ গেটের সামনে ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

অনলাইন ডেস্ক

সিলেটের দক্ষিণ সুরমা কলেজ গেটের সামনে এক ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তার নাম আরিফুল ইসলাম রাহাত (১৮)।

 বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানায় দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার।  

নিহত রাহাত দক্ষিণ সুরমা কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

তিনি দক্ষিণ সুরমা উপজেলার পুরাতন তেতলি এলাকার সুরমান আলীর ছেলে।

এ ঘটনায় দক্ষিণ সুরমা কলেজ শাখা ছাত্রলীগের কর্মী সাদিকে অভিযুক্ত করা হচ্ছে। সাদি দক্ষিণ সুরমা কলেজের শিক্ষার্থী। তার বাড়ি শিলাম এলাকায়।

আরও পড়ুন:


পূজামণ্ডপে কোরআন রাখা ওই ব্যক্তি ‌‘ভবঘুরে’

পূজামণ্ডপে কোরআন রাখা হয় রাত আড়াইটা থেকে ৬টার মধ্যে

নিজের শিশুকন্যাকে ব্লেডের ভয় দেখিয়ে ধর্ষণ করল বাবা


প্রত্যক্ষদর্শী ও নিহত রাহাতের চাচাতো ভাই রাফি আহমদ বলেন, দুপুরে রাহাত প্রাইভেট পড়তে যাচ্ছিল। আমিও তখন তার মোটরসাইকেলে ছিলাম। যাওয়ার আগে এক বন্ধুর সঙ্গে দেখা করতে কলেজের ভেতর যায় সে। কলেজ থেকে বের হয়ে মূল গেটের সামনে আসা মাত্রই সাদি নামে একজন পেছন থেকে অপর মোটরসাইকেলে করে এসে রাহাতকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে গিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দক্ষিণ সুরমা কলেজের অধ্যক্ষ মো. শামসুল ইসলাম বলেন, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে একাডেমিক কাউন্সিল সভা করে একটি তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তাদেরকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি চার দিনের জন্য পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে পরীক্ষা চলবে।

news24bd.tv/তৌহিদ

সম্পর্কিত খবর