মেধাবী শিক্ষার্থী খুঁজছে সৌদি আরব

মেধাবী শিক্ষার্থী খুঁজছে সৌদি আরব

অনলাইন ডেস্ক

দেশব্যাপী মেধাবী, সৃজনশীল এবং উদ্ভাবনী তরুণ খুঁজছে সৌদি আরব। দেশটিতে বুধবার থেকে রাজ্যের বিভিন্ন অঞ্চলে ১২তম বার্ষিক ন্যাশনাল প্রজেক্ট ফর গিফটেড আইডেন্টিফিকেশন শুরু হয়েছে। খবর আরব নিউজের।

উদ্বোধন অনুষ্ঠানটি মাওহিবা ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এই প্রকল্পের অংশ হিসেবে রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে তৃতীয় থেকে একাদশ শ্রেণির মেধাবী বিজ্ঞানমনস্ক শিক্ষার্থী খুঁজে বের করা হবে।  

অনুষ্ঠানে ফাউন্ডেশন ফর গিফটেডনেস অ্যান্ড ক্রিয়েটিভিটি (মাওহিবা) -এর মহাসচিব সৌদ বিন সাইদ আল-মাথামি বলেন, "বিজ্ঞ নেতৃত্ব জনগণের জন্য একটি ভালো ভবিষ্যৎ তৈরি করতে পারে। "

আরও পড়ুন:

পূজামণ্ডপে কোরআন রাখা কে এই ইকবাল?

আগামী মাসেই ফেসবুকের প্রতিদ্বন্দ্বী নিয়ে আসছেন ট্রাম্প

পূজামণ্ডপে কোরআন শরিফ রেখে গদা নিয়ে যায় ইকবাল

মানবদেহে প্রতিস্থাপিত হল শূকরের কিডনী


শিক্ষামন্ত্রী হামাদ বিন মোহাম্মদ আল আল-শেখের পৃষ্ঠপোষকতায় এই প্রকল্পটি হাতে নেয়া হয়েছে। বাদশাহ আব্দুল আজিজ এবং তার প্রতিষ্ঠিত ফাউন্ডেশন ফর গিফটেডনেস অ্যান্ড ক্রিয়েটিভিটি (মাওহিবা) -এর মহাসচিব সৌদ বিন সাইদ আল-মাথামি, শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত উপমন্ত্রী সাদ আল-ফুহাইদ এবং জাতীয় মূল্যায়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল-কাতাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

news24bd.tv/ নকিব