শাখারভ পুরস্কার পেলেন পুতিনের প্রধান প্রতিদ্বন্দ্বী নাভালিন

শাখারভ পুরস্কার পেলেন পুতিনের প্রধান প্রতিদ্বন্দ্বী নাভালিন

অনলাইন ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রধান প্রতিদ্বন্দ্বী ও সমালোচক অ্যালেক্সেই নাভালনিকে ইউরোপীয় পার্লামেন্টের বার্ষিক মানবাধিকার পুরস্কার দেওয়া হয়েছে। বুধবার (২০ অক্টোবর) তাকে এই সম্মানে ভূষিত করা হয়। খবর ডয়চে ভেলের।

পুতিনের বিরুদ্ধে তার চ্যালেঞ্জের সাহসিকতার জন্য এই সম্মানে ভূষিত হয়েছেন ৪৫ বছর বয়সী এই রাজনীতিবিদ।

 

ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড সাসোলি টুইটারে বলেন, "তিনি ভ্লাদিমির পুতিনের শাসনের দুর্নীতির বিরুদ্ধে অক্লান্তভাবে লড়াই করেছেন। তিনি তার স্বাধীনতা এবং প্রায় তার জীবনের মূল্য দিয়ে এই লড়াই করেছেন। আজকের পুরস্কারটি তার অসীম সাহসিকতার স্বীকৃতি দেয় এবং আমরা তার অবিলম্বে মুক্তির আহ্বান করি। "

আরও পড়ুন:

পূজামণ্ডপে কোরআন রাখা কে এই ইকবাল?

আগামী মাসেই ফেসবুকের প্রতিদ্বন্দ্বী নিয়ে আসছেন ট্রাম্প

পূজামণ্ডপে কোরআন শরিফ রেখে গদা নিয়ে যায় ইকবাল

মানবদেহে প্রতিস্থাপিত হল শূকরের কিডনী


২০২০ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন ৪৫ বছর বয়সী নাভালনি।

এসময় অতি সত্বর নাভালনির মুক্তি দাবি করেছে ইউরোপীয় পার্লামেন্ট।  

প্রসঙ্গত, চিন্তার স্বাধীনতার জন্য দেওয়া ৫০ হাজার ডলারের শাখারভ পুরস্কার এর আগে পেয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা ও পাকিস্তানি শিক্ষা অধিকারকর্মী শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজায়ী।

news24bd.tv/ নকিব