ময়মনসিংহ মেডিকেলে আরও ৪ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে আরও ৪ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

শুক্রবার (২২ অক্টোবর) সকালে মমেক হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন:


পূজামণ্ডপে কোরআন রাখা কে এই ইকবাল?

আগামী মাসেই ফেসবুকের প্রতিদ্বন্দ্বী নিয়ে আসছেন ট্রাম্প

পূজামণ্ডপে কোরআন শরিফ রেখে গদা নিয়ে যায় ইকবাল

মানবদেহে প্রতিস্থাপিত হল শূকরের কিডনী


জানা যায়, চলতি অক্টোবরমাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ৮৫ জনের মৃত্যু হয়েছে।

গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ১০২৬ জন মারা গেছেন।

মৃত ব্যক্তিরা হলেন, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নজরুল (৪০), নান্দাইল উপজেলার রাশিদা বেগম (৫৫), শেরপুরের নালিতাবাড়ী উপজেলার হাজী আনোয়ার উল্লাহ (৯০) ও জামালপুর সদরের শহীদুর রহমান (৭০)।

ডা. মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৮ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৪৬ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে ৩ জন চিকিৎসাধীন আছেন।

এছাড়াও সুস্থ হয়ে ১৭ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

news24bd.tv/ কামরুল