বরাবরই তাইওয়ানকে নিজেদের ভূখন্ড বলে দাবি করে চীন। সাম্প্রতিক সময়ে তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন এবং একাধিকবার দক্ষিণ চীন সাগরে নিজেদের সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে দেশটি। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানালেন এই দুই দেশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানের কথা।
সিএনএন টাউনহলের এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট এক প্রশ্নের জবাবে বলেন, চীন যদি তাইওয়ানের উপর আক্রমণ করে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র তাইওয়ানের পক্ষে সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এর আগেও তাইওয়ানের আকাশসীমায় চীনের বিমান ঢুকে পড়ার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছিলেন।
আরও পড়ুন:
পূজামণ্ডপে কোরআন রাখা কে এই ইকবাল?
আগামী মাসেই ফেসবুকের প্রতিদ্বন্দ্বী নিয়ে আসছেন ট্রাম্প
পূজামণ্ডপে কোরআন শরিফ রেখে গদা নিয়ে যায় ইকবাল
মানবদেহে প্রতিস্থাপিত হল শূকরের কিডনী
এছাড়া প্রতিবেদনে বলা হয়, তাইওয়ানের কাছে চীনের পূর্বাঞ্চলের একটি বিমান ঘাঁটিতে অত্যাধুনিক জে-১৬ডি যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন। এর ফলে তাইওয়ানের নিজেদের সার্বভৌমত্ব ধরে রাখার বিষয়টি হুমকির মুখে পড়ে। এই পরিস্থিতিতে পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোর কাছে সাহায্য চায় তাইওয়ান।
news24bd.tv/ নকিব