মসজিদের মাইকে আজান নিয়েও আমিরের কিছু বলা উচিৎ: বিজেপি সাংসদ

মসজিদের মাইকে আজান নিয়েও আমিরের কিছু বলা উচিৎ: বিজেপি সাংসদ

অনলাইন ডেস্ক

ভারতের এক শীর্ষস্থানীয় টায়ার প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনে সম্প্রতি দেখা গেছে বলিউড সুপারস্টার আমির খানকে। সেখানে আমজনতাকে রাস্তায় বাজি ফাটাতে বারণ করেন তিনি। এই বিজ্ঞাপন নিয়েই আপত্তি তুলেছেন বিজেপি সাংসদ অনন্তকুমার হেগড়ে। অভিযোগ, হিন্দু ভাবাবেগে আঘাতের।

  

কলকাতার প্রভাবশালী দৈনিক আনন্দবাজার পত্রিকা-এর এক প্রতিবেদন থেকে এ খবর জানা যায়।  

প্রতিবেদনটিতে বলা হয়, হেগড়ের দাবি, ‘‘যে ভাবে রাস্তায় বাজি পোড়াতে বারণ করছেন আমির, ঠিক তেমনই নামাজের নামে রাস্তা বন্ধ করে রাখা এবং মসজিদের মাইক থেকে আজানের ধ্বনি নিয়েও কিছু বলা উচিত। ’’

news24bd.tv

সংবাদমাধ্যমটি আরও জানায়, আপত্তি জানিয়ে গত ১৪ অক্টোবর টায়ার প্রস্তুতকারক সংস্থার এক কর্তাকে লেখা চিঠিতে বিজেপি সাংসদ লিখেছেন, ‘বিজ্ঞাপনে যে বার্তা দেওয়া হচ্ছে, তা হিন্দুদের মধ্যে অশান্তি সৃষ্টি করছে। ’ 

আরও পড়ুন:


তাইওয়ানকে চীনের হাত থেকে রক্ষা করতে বদ্ধপরিকর যুক্তরাষ্ট্র

অভিযুক্ত ইকবালের সঙ্গে ছাত্রলীগ নেতা মিশু-রায়হান-অনিকের পরিচয় যেভাবে

রোহিঙ্গা ক্যাম্পে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আরও বিস্তৃতি বাড়াচ্ছে আইপিএল, আসছে নতুন দল


চিঠিতে তিনি আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে সংস্থাটি হিন্দু ভাবাবেগের প্রতি সম্মান দেখাবে।

news24bd.tv নাজিম