গাজীপুরের শ্রীপুর বেপারী বাড়ি বকুলতলা এলাকায় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান চাপায় চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী কভার্ডভ্যানটি জনতা আটক করেছে।
মাওনা হাইওয়ে থানার ওসি কামাল হোসেন জানান, গোসিংগা থেকে ছেড়ে আসা শাহ সিমেন্টের একটি কাভার্ড ভ্যান আজ সকাল ১১ টার দিকে শ্রীপুরের বেপারী বাড়ি বকুলতলা এলাকায় মোহাম্মদ নামে চার বছরের এক শিশুকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন:
ধর্ষণের শিকার স্কুলছাত্রী এখন মানসিক রোগী!
আগামী মাসেই ফেসবুকের প্রতিদ্বন্দ্বী নিয়ে আসছেন ট্রাম্প
পূজামণ্ডপে কোরআন শরিফ রেখে গদা নিয়ে যায় ইকবাল
মানবদেহে প্রতিস্থাপিত হল শূকরের কিডনী
স্থানীয় জনতা ধাওয়া করে হেলপারসহ কাভার্ডভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যায়।
নিহত মুহাম্মদ শ্রীপুরের সাহারা গার্মেন্টসে কর্মরত নিরাপত্তা প্রহরি ফজলুল হক চুন্নু মিয়ার ছেলে। ফজলুল হক বেপারী বাড়ির নেকবর আলীর বাড়ির ভাড়াটিয়া। ফজলুল হকের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর। সে দীর্ঘ চার বছর ধরে এ এলাকার ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।
news24bd.tv/ কামরুল