ফিফা র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

সাফে আবারও একবার গ্রুপ পর্ব থেকে বাদ পড়লেও ফিফার সদ্য ঘোষিত র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ দল। ১৮৯ থেকে ১৮৭তে উঠে এসেছে জামাল ভূঁইয়ারা।  

ভারতের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে রয়েছে ১০৬-তে। সাফ অঞ্চলে সাত দলের মধ্যে আগের মতোই সবার ওপরে ভারত।

১৫০-এর ওপরে আর কোনো দল নেই।  

মালদ্বীপের র‍্যাঙ্কিং ১৫৬। বাংলাদেশের ওপরে আছে নেপাল আর ভুটানও।   এদিকে দুর্দান্ত ফর্মে থাকলেও ব্রাজিল র‍্যাঙ্কিংয়ে এক নম্বর দল বেলজিয়ামের পিছেই রয়েছে।

 

আরও পড়ুন:


তাইওয়ানকে চীনের হাত থেকে রক্ষা করতে বদ্ধপরিকর যুক্তরাষ্ট্র

অভিযুক্ত ইকবালের সঙ্গে ছাত্রলীগ নেতা মিশু-রায়হান-অনিকের পরিচয় যেভাবে

রোহিঙ্গা ক্যাম্পে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আরও বিস্তৃতি বাড়াচ্ছে আইপিএল, আসছে নতুন দল


শীর্ষ দশে নতুন কোনো দল ঢোকেনি। ফ্রান্স ৩, ইতালি ৪-এ রয়েছে। আর ইংল্যান্ড দুই ধাপ পিছিয়ে নেমে গেছে পাঁচ নম্বরে। আর্জেন্টিনা রয়েছে টেবিলের ছয়ে। সাতে পর্তুগাল ও ম্যাক্সিকো রয়েছে টেবিলের নয় নম্বরে।  

news24bd.tv নাজিম