মণ্ডপে কোরআন রাখার ঘটনায় আটক ইকবালের জিজ্ঞাসাবাদ চলছে

মণ্ডপে কোরআন রাখার ঘটনায় আটক ইকবালের জিজ্ঞাসাবাদ চলছে

অনলাইন ডেস্ক

কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখার প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

কুমিল্লা জেলা অতিরিক্ত সহকারী পুলিশ সুপার (ক্রাইম) এম তানভির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নানুয়ার দীঘির পাড়ে পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার দায়ে আটক ইকবালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করছি জিজ্ঞাসাবাদে ঘটনাসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে।

জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে আপনাদের জানানো হবে।

পূজামণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখার প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনকে বৃহস্পতিবার কক্সবাজার থেকে আটক করে পুলিশ। আজ দুপুর সাড়ে ১২টার দিকে তাকে কড়া নিরাপত্তায় কক্সবাজার থেকে কুমিল্লা পুলিশ লাইন নিয়ে আসা হয়।

আটক ইকবাল কুমিল্লা মহানগরীর ১৭নং ওয়ার্ডের দ্বিতীয় মুরাদপুর লস্করপুকুরপাড় এলাকার  মাছ বিক্রেতা নূর আহম্মদ আলমের ছেলে।

 

আরও পড়ুন:


তাইওয়ানকে চীনের হাত থেকে রক্ষা করতে বদ্ধপরিকর যুক্তরাষ্ট্র

অভিযুক্ত ইকবালের সঙ্গে ছাত্রলীগ নেতা মিশু-রায়হান-অনিকের পরিচয় যেভাবে

রোহিঙ্গা ক্যাম্পে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আরও বিস্তৃতি বাড়াচ্ছে আইপিএল, আসছে নতুন দল


কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকারের নেতৃত্বে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের টিম কক্সবাজার গিয়ে তার পরিচয় নিশ্চিত করেছে।

উল্লেখ্য, কক্সবাজারের এসপি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার ভোরে অভিযুক্ত ইকবালকে নিয়ে কুমিল্লার উদ্দেশে রওনা দিয়েছিল। তাকে সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে গ্রেপ্তার করা হয়।

news24bd.tv নাজিম