ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিও দেখে অনেকেই বিস্মিত হচ্ছেন। এতো বড় সাপ আগে কী কেউ আগে দেখেছে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মাঝে।
ভিডিও ক্লিপে দেখা গেছে, বিশাল এক সাপকে একটি খননকারী ক্রেনে করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে।
ভিডিওটি কমপক্ষে দুই সপ্তাহ ধরে ইন্টারনেটে ঘুরছে।
এ নিয়ে উৎসাহী কিছু গণমাধ্যমে প্রতিবেদনও প্রকাশ হয়। এমনকী এই দাবীর পক্ষে ঝাড়খণ্ডের এমপি পরিমল নাথওয়ানি একটি টুইটও করেছিলেন।
তবে ভিন্ন দাবি হাজির করেছে দ্য মিরর। তারা বলছে সাপটি ক্যারিবিয়ান দ্বীপ ডোমিনিকার রেইনফরেস্ট থেকে ধরা পড়েছে। জঙলের একটি অংশ পরিষ্কার করার সময় শ্রমিকরা সাপটি দেখতে পায়। এনবিটি বিহার নিশ্চিত করেছে যে, সাপটি ঝাড়খণ্ডে পাওয়া যায়নি। ধনবাদের স্থানীয় প্রশাসন স্পষ্ট করে বলেছে যে, জেলার কোনও অংশে এই ধরনের কোনও সাপ পাওয়া যায়নি এবং জেসিবি মেশিন দিয়ে সাপ তোলার কোনও উদাহরণও নেই।
এই ভিডিওটি টিকটকেও শেয়ার হয়েছে। তা প্রায় ৮ কোটি বার দেখাও হয়েছে।
আনন্দবাজার অবলম্বনে
ভিডিওটি দেখতে ক্লিক করুন
আরও পড়ুন:
টাকা না দেওয়ায় নানাকে হত্যা করে ঘরেই পুঁতে রাখে নাতি
আমরা আরও বেশি সতর্ক: ওবায়দুল কাদের