শান্ত স্বভাবের প্রাণী হাতি। কিন্তু সেই হাতি যদি রেগে যায় বা তার সন্তানকে কেও আক্রমণ করে তবে শান্ত হাতি তখন হয়ে ওঠে অত্যন্ত ভয়ঙ্কর। এমনই এক কাণ্ডের ভিডিও ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হাতির ভয়ঙ্কর রুপের এমন একটি ঘটনার ভিডিও প্রকাশ করা হয়েছে একটি ইউটিউব চ্যানেলে।
ভিডিওতে দেখা যায়, পানিতে হাটছিলো একটি হাতির দল । সেই পানির মধ্যে হস্তি শাবকের পানি পানের জন্য আসার অপেক্ষায় ওঁত পেতে ছিল একটি কুমির। বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে কুমিরকে আক্রমণ করে হাতিটি। দাঁত না থাকলেও পা দিয়ে কুমিরটিকে পিষতে থাকে হাতিটি। কিছু সময় হাতির সঙ্গে প্রাণ বাঁচাতে লড়াই করে কুমিরটি। কিন্তু হাতির প্রচণ্ড ওজন সহ্য করতে না পেরে কুমিরটি নিস্তেজ হয়ে পড়ে। একপর্যায়ে মারা যায় কুমিরটি।
আরও পড়ুন
বঙ্গবন্ধু যেতেই গুলি বন্ধ করল বিডিআর
মানুষের সঙ্গে যেভাবে কথা বলতেন বিশ্বনবী
সূরা বাকারা: আয়াত ১২৮-১৩৩, আল্লাহর নির্দেশ ও হয়রত ইব্রাহিম (আ.)
কলকাতা প্রেস ক্লাবে ‘বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার’
আফ্রিকার জাম্বিয়ার বিরল এই ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন হ্যানস হেনরিক হার নামের এক আলোকচিত্রী।
ভিডিওটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
news24bd.tv/আলী