নিত্যপণ্যের লাগাম ছাড়া দাম, হিমশিম খাচ্ছে ক্রেতা

Other

নিত্যপণ্যের লাগাম ছাড়া দামে নাকাল ও অসহায় নিম্ন আয়ের মানুষ। প্রতিদিনই দাম বাড়ার তালিকায় যোগ হচ্ছে নানা ভোগ্যপণ্য। বাজারে কোন সবজি মিলছে না ৫০ টাকার নিচে। আয়ের সাথে ব্যয়ের ভারসাম্য রাখতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ।

 

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। সাধারণত এইদিনেই বাজারে ভিড় বেশি থাকে। কেউ একদিন আবার কেউ পুরো সপ্তাহের বাজার করে এদিনে।

রাজধানীর কাওরানবাজার ঘুরে দেখা গেছে, সবজির বাজারে দাম নাগালের বাইরে।

কোন সবজিই মিলছে না ৫০ টাকার নিচে। ক্রেতারা আক্ষেপ করে বলছেন, আয়ের সাথে ব্যয়ের কোন মিল থাকছে না।

আরও পড়ুন:


তাইওয়ানকে চীনের হাত থেকে রক্ষা করতে বদ্ধপরিকর যুক্তরাষ্ট্র

অভিযুক্ত ইকবালের সঙ্গে ছাত্রলীগ নেতা মিশু-রায়হান-অনিকের পরিচয় যেভাবে

রোহিঙ্গা ক্যাম্পে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আরও বিস্তৃতি বাড়াচ্ছে আইপিএল, আসছে নতুন দল


তবে বিক্রেতা বলছেন, আমদানি কম থাকায় দাম বৃদ্ধি পাচ্ছে। সবজির বাইরের মাছ মাংসের বাজারে একই অবস্থা। সেখানেই সব কিছুর দাম নাগালের বাইরে কেবল ভোগ্যপণ্য নয়, গেল এক বছরে দাম বেড়েছে সাবান ও টুথপেস্টের মতো নিত্য ব্যবহার্য পণ্যেরও।

news24bd.tv নাজিম