এটি সহজ কাজ নয়: ফখরুল

এটি সহজ কাজ নয়: ফখরুল

অনলাইন ডেস্ক

আমাদের এখন মূল সংকট হচ্ছে গণতন্ত্র। এটা ফিরিয়ে আনাই আমাদের চ্যালেঞ্জ। এমন কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি সরকারকে ফ্যাসিস্ট মন্তব্য করে বলেন, এই সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তির লড়াই সহজ কাজ নয়।

এ ধরনের শক্তির বিরুদ্ধে সবসময় অনেক ত্যাগ, রক্ত ও জীবন দিতে হয়েছে।

শুক্রবার (২২ অক্টোবর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ লেবার পার্টির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল আরও বলেন, জনগণের ঐক্য ছাড়া ফ্যাসিস্ট শাসককে সরানো সম্ভব হয় না। আমরা শান্তিপূর্ণভাবে জনতার ঐক্যের মাধ্যমে এদের সরাতে পারি। এ ছাড়া আমাদের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, আমি মনে করি, ভয়াবহ এই ফ্যাসিস্ট সরকার শত চেষ্টা করেও জনগণের ঐক্য নষ্ট করতে পারেনি। আজকে পত্র-পত্রিকা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, কোথাও এই সরকারের কোনো সমর্থক নেই। তাদের সমর্থক খুঁজে পাওয়া যাবে না।

আরও পড়ুন: ‌


সাপ নিতে লাগছে ক্রেন, ভাইরাল ভিডিও নিয়ে নাটকীয়তা

পূজামণ্ডপে হামলা, নুরের দলের নেতাকর্মী গ্রেপ্তার

‘রাস্তায় নামাজ মানুষের জন্য সমস্যার’ আমিরের বিজ্ঞাপনের উত্তরে বিজেপি নেতা

পীরগঞ্জে সহিংসতার ঘটনায় গ্রেপ্তার আরও ৪

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান। দলটির মহাসচিব ফারুক রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ, এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাপার একাংশের সভাপতি খন্দকার লৎফুর রহমান, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, জাতীয় পার্টির (জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকন, লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, রামকৃষ্ণ সাহা।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর