শ্রীলঙ্কার রাজসিক জয়

শ্রীলঙ্কার রাজসিক জয়

অনলাইন ডেস্ক

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ৮ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার টুয়েলভে উঠল লঙ্কানরা। আয়ারল্যান্ড বনাম নামিবিয়া ম্যাচে আইরিশরা হেরে যাওয়ায় গ্রুপ ‘এ’ থেকে রানার্সআপ হয়েছে নামিবিয়া।

শারজায় টস হেরে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস অলআউট হয় মাত্র ৪৪ রানে, ১০ম ওভারের শেষ বলে।

বিশ্বকাপে প্রতিপক্ষকে সবচেয়ে কম রানে অলআউট করার দিনে লাহিরু কুমারা ৯ রানের খরচায় এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা ৭ রানের খরচায় তিনটি করে উইকেট শিকার করেন। এছাড়া মাহিষ থিকশানা দুটি ও দুশমন্থ চামিরা একটি উইকেট পান।

নেদারল্যান্ডসের পক্ষে দুই অঙ্কের রানের দেখা পেয়েছেন মাত্র একজন। কলিন অ্যাকারম্যান ১১ রান করেছেন ৯ বলের মোকাবেলায়।

ব্যাট হাতে এমন বিপর্যয়ের পর নিশ্চিত হয়ে যায় ডাচদের পরাজয়।

আরও পড়ুন


বঙ্গবন্ধু যেতেই গুলি বন্ধ করল বিডিআর

মানুষের সঙ্গে যেভাবে কথা বলতেন বিশ্বনবী

সূরা বাকারা: আয়াত ১২৮-১৩৩, আল্লাহর নির্দেশ ও হয়রত ইব্রাহিম (আ.)

কলকাতা প্রেস ক্লাবে ‘বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার’


যদিও মামুলী লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারে পাথু নিসাঙ্কাকে হারিয়ে ফেলে লঙ্কানরা। জয়ের আগে সাজঘরে ফেরেন চারিথ আসালাঙ্কাও। তবে কুশল পেরেরার ২৪ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংসে ৮ উইকেট হাতে রেখেই জয় পায় শ্রীলঙ্কা, ৭.১ ওভারে।

গ্রুপ রানার্সআপ হওয়ায় বাংলাদেশ খেলবে গ্রুপ-১ এর হয়ে। রবিবার (২৪ অক্টোবর) বিশ্বকাপের মূল পর্ব খেলতে নামবে বাংলাদেশ। সেখানে তারা খেলবে বাছাই পর্বের 'এ' গ্রুপের চ্যাম্পিয়নদের সঙ্গে। সেখানে প্রতিপক্ষ হিসেবে পেল শ্রীলঙ্কাকে। তাই সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে বাঘ-সিংহ মুখোমুখি হবে।   

সংক্ষিপ্ত স্কোর
টস : শ্রীলঙ্কা
নেদারল্যান্ডস : ৪৪/১০ (১০ ওভার)
অ্যাকারম্যান ১১, কুপার ৯
কুমারা ৭/৩, হাসারাঙ্গা ৯/৩

শ্রীলঙ্কা :  ৪৫/২ (৭.১ ওভার)
কুশল ৩৩*, আসালাঙ্কা ৬, অভিষকা ২*
গ্লোভার ১২/১, মিকেরেন ২০/১

ফল : শ্রীলঙ্কা ৮ উইকেটে জয়ী।

news24bd.tv/আলী

এই রকম আরও টপিক