বিরক্ত হয়ে মন্ত্রীর মঞ্চত্যাগ

বিরক্ত হয়ে মন্ত্রীর মঞ্চত্যাগ

অনলাইন ডেস্ক

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম আজ দুপুরে  সৈয়দপুর পৌরসভার কমিউনিটি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে  বক্তব্য দানকালে মঞ্চে উপস্থিত অন্য অতিথিরা নিজেদের মধ্যে কথা বলতে থাকেন। এত  বিরক্ত হয়ে মঞ্চ থেকে নেমে চলে যান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী । এ সময় মন্ত্রীকে চলে না যাওয়ার জন্য পৌর মেয়র অনুরোধ করলেও তা কানে তোলেননি মন্ত্রী।

শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে সৈয়দপুর পৌরসভার কমিউনিটি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

এদিন মঞ্চে বক্তব্য শুরু করে এলজিআরডি মন্ত্রী বলেন, আমরা দারিদ্র্যতা থেকে বেরিয়ে এসে উন্নত রাষ্ট্রের কাতারে যাচ্ছি। একশ্রেণির মানুষ এ উন্নয়নকে ভালো চোখে দেখছেন না। সে সময় মঞ্চে উপস্থিত অন্য অতিথিরা নিজেদের মধ্যে কথা বলছিলেন। বিষয়টিতে বিরক্ত হয়ে বক্তব্য বন্ধ করে মঞ্চ ছেড়ে চলে যান মন্ত্রী।

এ বিষয়ে সেসময় মঞ্চে থাকা সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবী জানান, মঞ্চে বিশৃঙ্খলা দেখে হয়তো মন্ত্রী ক্ষুব্ধ হতে পারেন। এ নিয়ে তিনি মন্ত্রীর সঙ্গে কথা বলবেন।

আরও পড়ুন


বঙ্গবন্ধু যেতেই গুলি বন্ধ করল বিডিআর

মানুষের সঙ্গে যেভাবে কথা বলতেন বিশ্বনবী

সূরা বাকারা: আয়াত ১২৮-১৩৩, আল্লাহর নির্দেশ ও হয়রত ইব্রাহিম (আ.)

কলকাতা প্রেস ক্লাবে ‘বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার’


অনুষ্ঠানে আফিকা আক্তার জাহান বেবীর সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলাল উদ্দিন আহমেদ, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, জেলা প্রশাসক হাফিজুর রহমান, পুলিশ সুপার মোখলেছুর রহমান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন।

news24bd.tv/আলী