৬ বিভাগে বৃষ্টির আভাস

৬ বিভাগে বৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক

আগামী ২৪ ঘণ্টায় দেশের রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে শুক্রবার (২২ অক্টোবর) রাতে আবহাওয়াবিদ হাফিজুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, গত কয়েকদিনের তুলনায় আজ রাতে বৃষ্টির পরিমাণ কম হওয়ার সম্ভাবনা আছে।

এছাড়া দেশের অধিকাংশ স্থানের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: ‌


সাপ নিতে লাগছে ক্রেন, ভাইরাল ভিডিও নিয়ে নাটকীয়তা

পূজামণ্ডপে হামলা, নুরের দলের নেতাকর্মী গ্রেপ্তার

‘রাস্তায় নামাজ মানুষের জন্য সমস্যার’ আমিরের বিজ্ঞাপনের উত্তরে বিজেপি নেতা

পীরগঞ্জে সহিংসতার ঘটনায় গ্রেপ্তার আরও ৪

বৃষ্টিপাতের তথ্যে বলা হয়েছে, আগামী দুই দিনে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই।

তবে পাঁচ দিনের আবহাওয়ায় কিছুটা পরিবর্তন হতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে হাতিয়ায় ৯ মিলিমিটার।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর