হাতিরঝিলে হিজড়াদের টাকা দিয়েও মারধরের শিকার দম্পতি

হাতিরঝিলে হিজড়াদের টাকা দিয়েও মারধরের শিকার দম্পতি

অনলাইন ডেস্ক

রাজধানীর হাতিরঝিলে ঘুরতে যাওয়া এক দম্পতিকে  মারধর করেছে তৃতীয় লিঙ্গের একটি সংঘবদ্ধ চক্র। এতে রনি নামে একজন মারাত্মক আহত হন। তার পরনের পোশাকও ছিঁড়ে ফেলা হয়। শুক্রবার (২২ অক্টোবর) সন্ধ্যায় হাতিরঝিলের বেগুনবাড়ি মোড়ে এ ঘটনা ঘটে।

রনি অভিযোগ করে জানান,  স্ত্রীকে নিয়ে হাতিরঝিলে ঘুরতে যায়। সেখানে কয়েকজন হিজড়া এসে টাকা দাবি করলে তিনি ১০ টাকা দেন। কিন্তু তারা এর চেয়ে বেশি দাবি করতে থাকেন। একপর্যায়ে রনি তাদেরকে ২০ টাকা দেন।

এর কিছুক্ষণ পর তারা আবার এসে টাকা দাবি করলে তিনি অস্বীকৃতি জানান। এতে তারা ক্ষেপে যান।

তিনি বলেন, আমরা সেখান থেকে বেগুনবাড়ি মোড়ের দিকে চলে আসি। এ সময় হঠাৎ আবার তারা (হিজড়া চক্র) এসে আমাকে মারধর শুরু করে। ঠেকাতে গেলে আমার স্ত্রীকেও মারধর করে তারা।

আরও পড়ুন


বঙ্গবন্ধু যেতেই গুলি বন্ধ করল বিডিআর

মানুষের সঙ্গে যেভাবে কথা বলতেন বিশ্বনবী

সূরা বাকারা: আয়াত ১২৮-১৩৩, আল্লাহর নির্দেশ ও হয়রত ইব্রাহিম (আ.)

কলকাতা প্রেস ক্লাবে ‘বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার’


 

এ বিষয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ বলেন, ভুক্তভোগীরা থানায় এসেছেন।   হাতিরঝিলে বেড়াতে আসা মানুষকে যারাই উত্ত্যক্ত করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

news24bd.tv/আলী