২০১১ সালে ইরানের ওপর হামলা হতো: পারদো

সামরিক ঘাঁটি পরিদর্শনে নেতানিয়াহু।

২০১১ সালে ইরানের ওপর হামলা হতো: পারদো

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ২০১১ সালে ইরানের ওপর সামরিক আগ্রাসন চালাতে চেয়েছিল বলে জানিয়েছেন ইসরাইলি গুপ্তচর সংস্থা মোসাদের সাবেক প্রধান তামির পারদো।

ইসরাইলের চ্যানেল-১২ নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে তামির পারদো এসব কথা বলেন। গত বুধবার এ সাক্ষাৎকার সম্প্রচারিত হয়।

তিনি জানান, ২০১১ সালে নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার জন্য তামির পারদো ও সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল বেনি গান্তজকে ১৫ দিনের মধ্যে প্রস্তুতি নিতে নির্দেশ দেন।

কিন্তু গুপ্তচর সংস্থা ও সেনাবাহিনীর বিরোধিতার মুখে তিনি সেই নির্দেশ প্রত্যাহার করেন।

যুদ্ধ কোনো ছেলে খেলা নয় জানিয়ে তামির পারদো বলেন, নেতানিয়াহুর এ নির্দেশের পর মোসাদের প্রধান হিসেবে তিনি প্রধানমন্ত্রীর ওই নির্দেশনার কর্তৃত্ব আছে কি না তা পরীক্ষা-নিরীক্ষা করেন। তিনি সম্ভাব্য সব জায়গা থেকে বোঝার চেষ্টা করেন যে, যুদ্ধ শুরু করার কর্তৃত্ব কার হাতে। কারণ যখন কেউ সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে যুদ্ধ শুরুর নির্দেশ দেন তখন বুঝতে হবে যে, তিনি কোনো খেলা করছেন না।

যুদ্ধের ভয়াবহ পরিণতির কথা বিবেচনা করে পারদো সেসময় পদত্যাগের কথা চিন্তা করেছিলেন। তবে শেষ পর্যন্ত পারদো ও গান্তজের বিরোধিতার কারণে নেতানিয়াহু যুদ্ধ শুরুর নির্দেশনা বাতিল করেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)


 

সম্পর্কিত খবর