বিল থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাওয়া যায়নি পরিচয়

বিল থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাওয়া যায়নি পরিচয়

অনলাইন ডেস্ক

বিল থেকে এক অজ্ঞাত (১৭) কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে মৃত কিশোরের শরীরের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলার উত্তর চরআবাবিল ইউনিয়ন পরিষদের ঝাউডগি গ্রামের একটি বিল থেকে ওই কিশোরের মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশসূত্রে জানা গেছে, পরিচয় না পাওয়ায় কিশোরের মরদেহটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিমঘরে রাখা হয়েছে।

   

ওই কিশোরের পড়নে জিন্স ও গায়ে লাল রঙের টি-শার্ট রয়েছে। তার উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। ঠিকানা ও স্বজনদের খোঁজে পুলিশের পক্ষ থেকে সারা দেশের থানার ফেসবুকে বার্তা পাঠানো হয় বলে জানিয়েছে রায়পুর থানা পুলিশ। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরিও করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রুমা আক্তার বলেন, মৃত কিশোরের শরীরের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ হিমঘরে রাখা হয়েছে।

আরও পড়ুন


বঙ্গবন্ধু যেতেই গুলি বন্ধ করল বিডিআর

মানুষের সঙ্গে যেভাবে কথা বলতেন বিশ্বনবী

সূরা বাকারা: আয়াত ১২৮-১৩৩, আল্লাহর নির্দেশ ও হয়রত ইব্রাহিম (আ.)

কলকাতা প্রেস ক্লাবে ‘বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার’


রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, বিলে কিশোরের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করলেও তার পরিচয় পাওয়া যায়নি। কেউ নিহতের পরিচয় পেলে রায়পুর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

news24bd.tv রিমু   

এই রকম আরও টপিক