সাভারে জোড়া লাগানো যমজ শিশুর জন্ম

সাভারে জোড়া লাগানো যমজ শিশুর জন্ম

অনলাইন ডেস্ক

সোমবার (১৮ অক্টোবর) রাজধানীর সাভারে একটি হাসপাতালে জন্ম হয়েছে জোড়া লাগানো যমজ শিশুর। হাত, পা ও মাথা সব অঙ্গই স্বাভাবিক শিশুদের মতো। তবে নিচের অংশ জোড়া লাগানো। বর্তমানে শিশু দুইটি ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

 আজ শনিবার রিপোর্ট দেখার পর শিশু দুটির চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন ডাক্তাররা।  

এদিকে নবাগতদের সুস্থ জীবন দিতে মরিয়া পরিবার। স্বল্প আয়ের মোহাম্মদ সেলিমের এরই মধ্যে টেস্টের পেছনে খরচ করেছেন এক লাখ ২০ হাজার টাকা।   

এ ব্যাপারে নবজাতকের বাবা মো. সেলিম বলেন, যেখানেই যাই বলে অনেক টাকা-পয়সার ব্যাপার।

আপনারা বহন করতে পারবেন কি না দেখেন।  

আরও পড়ুন


সারারাত আটকে রেখে প্রেমিক-প্রেমিকার চুল কেটে দিলেন সমাজসেবী, ভিডিও ভাইরাল

ঘটনা তৃতীয় পক্ষই ঘটিয়েছে, ইকবাল শুধু পরিকল্পনা বাস্তবায়ন করেছেন, তৃতীয় পক্ষ কারা?

সব ইউনিয়নে আওয়ামী লীগের একক প্রার্থী, অভিযোগ মানা হয়নি গঠনতন্ত্র

মাদরাসায় ঢুকে ছাত্র-শিক্ষকসহ ৬ জনকে হত্যা


সাভার সুপার হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. রেহেনা নাসরীন বলেন, সাড়ে ৬ মাসের পর থেকে আমাকে তারা দেখিয়েছে। তখন এমন কিছু ধরা পড়েনি। তাহলে আমরা আগেই ব্যবস্থা নিতে পারতাম। সবই ঠিক আছে তবে তাদের পায়খানার আর মাসিকের রাস্তা এক হয়ে আছে।

news24bd.tv রিমু