বাংলাদেশে নির্মম রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে: ফখরুল

বাংলাদেশে নির্মম রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে: ফখরুল

অনলাইন ডেস্ক

বাংলাদেশে বর্তমানে নির্মম একটা রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

তিনি বলেন, সবচেয়ে ভয়ঙ্কর এবং ভয়াবহ অবস্থা বর্তমানে বাংলাদেশে। নির্মম একটা রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে। এখানে মানুষকে হত্যা করতে কোনো সময় লাগে না।

মানুষকে নির্যাতন করতে কোনো সময় লাগে না। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।  

আজ জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ মানুষের মধ্যে বিভাজন এমন একটা জায়গায় নিয়ে গেছে যেখানে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে যায়।

এ বিভাজন এত বেশি বৃদ্ধি পাচ্ছে যে এখন মানুষ একেবারে আইসোলেট করে ফেলেছে আওয়ামী লীগকে।

আরও পড়ুন:


কুমিল্লায় ধর্ম অবমাননার মামলায় ইকবালসহ চার জন ৭ দিনের রিমান্ডে

মাদরাসায় ঢুকে ছাত্র-শিক্ষকসহ ৬ জনকে হত্যা

পুত্র আরিয়ান ছাড়া এবারের জন্মদিন কীভাবে কাটবে শাহরুখের?

সরকারি চাকরি ছেড়েও আ.লীগের মনোনয়ন পেলেন না সেই শিক্ষক


সব রাজনৈতিক দলকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আমরা লড়ছি। আমরা তাদের কাছে এটুকু আশা করব, আপনার বলেছেন গণতন্ত্রের জন্য যে লড়াই, সেই লড়াইয়ে আসবেন। আমরা সবাই একসঙ্গে আসি, তারপর যার যেটা পাওনা সেটা বুঝে নেবেন।

news24bd.tv নাজিম