'রাজাকার' পুত্রকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার অভিযোগ

'রাজাকার' পুত্রকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার অভিযোগ

অনলাইন ডেস্ক

ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে রাজাকার পুত্রকে মনোনয়ন দেওয়া হয়েছে অভিযোগ করে এর  প্রতিবাদে মাগুরার চৌরঙ্গী এলাকায় মানববন্ধন করেছে বিনোদপুর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের সদস্যরা। মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর এলাকায় এই মানববন্ধন করা হয়।

আজ শনিবার দুপুরে বিনোদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার ২ শতাধিক মানুষ ওই মানববন্ধনে অংশ নেয়।


আরও পড়ুন:

৮ দফা দাবি নিয়ে অনশনরত সনাতন ধর্মাবলম্বীদের শাহবাগ অবরোধ

মূল পর্ব শুরুর আগেই দল ছাড়লেন জয়াবর্ধনে

যে ক্লাবের সদস্য হতেই লাগে দেড়শ' কোটি টাকা

মার্কিন ড্রোন হামলায় আল কায়েদার শীর্ষ নেতা নিহত


এ সময় বক্তব্য রাখেন বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাজেদুর রহমান সংগ্রাম, বিনোদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধার সন্তান বাকী বিল্লাহ।

সেসময় বাকী বিল্লাহ তার বক্তব্যে বলেন, আমার বাবা ইসরাঈল মোল্লা একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমার দাবি বিনোদপুরের রাজাকার চাঁদ আলী শিকদারের ছেলে শিকদার মিজানুর রহমানকে চেয়ারম্যান পদে মনোনয়নের ঘটনা অত্যন্ত লজ্জাজনক। তিনি বলেন, ‘রাজাকারের ছেলে কখনো রাজনীতি করতে পারে না, বিশেষ করে আওয়ামী লীগের রাজনীতি’।

মানববন্ধন থেকে মনোনয়ন বাতিলের দাবি জানানো হয়।

 

news24bd.tv/এমি-জান্নাত