দেড় বছর পর মক্কা-মদীনার পবিত্র দুই মসজিদে নিষেধাজ্ঞা প্রত্যাহার

দেড় বছর পর মক্কা-মদীনার পবিত্র দুই মসজিদে নিষেধাজ্ঞা প্রত্যাহার

অনলাইন ডেস্ক

দেড় বছরেরও বেশি সময় পর শুক্রবার মক্কা ও মদীনায় সৌদি আরবের প্রধান দুই মসজিদে কোন নিষেধাজ্ঞা ছাড়াই স্বাভাবিকভাবে  জুমার নামাজ আদায় করেছে মুসলিমরা। করোনাভাইরাস সংক্রমণ রোধে ২০২০ সালের মার্চ থেকে মক্কা ও মদীনার মসজিদ দুটিতে পূর্ণ ধারণক্ষমতায় নামাজ আদায়ে বিধিনিষেধ চালু ছিলো। খবর আরব নিউজের।

মক্কায় বসবাসরত একজন বেসরকারি কর্মজীবী আবদুল্লাহ মাহদি বলেন, "চারপাশে মানুষজনের সঙ্গে পবিত্র মসজিদের চারপাশে হেঁটে বেড়ানো এক আশীর্বাদের মতো।

যদিও সবাই মুখে মাস্ক পরে আছে, তারপরও মসজিদে এতো মানুষ দেখতে পাওয়া প্রশান্তিকর। "

তিনি আরও বলেন, "পবিত্র কাবার গ্রান্ড মসজিদে জুমার নামাজ থেকেই নিষেধাজ্ঞা তুলে দেওয়া নিশ্চয়ই ভালো কিছুর প্রতি ইঙ্গিত করে। "

আরও পড়ুন:

মূল পর্ব শুরুর আগেই দল ছাড়লেন জয়াবর্ধনে

যে ক্লাবের সদস্য হতেই লাগে দেড়শ' কোটি টাকা

মার্কিন ড্রোন হামলায় আল কায়েদার শীর্ষ নেতা নিহত

জাপানী নারীদের দীর্ঘ যৌবনলাভের গোপন রহস্য


প্রসঙ্গত, গত শনিবার সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে মক্কার গ্রান্ড মসজিদ এবং মদিনার মসজিদে নববী থেকে করোনা বিধিনিষেধ তুলে দেওয়ার ঘোষণা দেয়। যার ফলে গতকাল শুক্রবার জুমার নামাজ থেকেই মসজিদ দুটিতে পূর্ণ ধারণক্ষমতায় মুসলিমেরা নামাজ পড়ার সুযোগ পায়।

news24bd.tv/ নকিব