নারীদের স্বাস্থ্য সুরক্ষায় সৌদি আরবের নতুন উদ্যোগ

নারীদের স্বাস্থ্য সুরক্ষায় সৌদি আরবের নতুন উদ্যোগ

অনলাইন ডেস্ক

নারীদের স্বাস্থ্য সুরক্ষায় নতুন অ্যাপ্লিকেশন আনছে সৌদি আরব। এই অ্যাপ্লিকেশনে নারীরা সুস্বাস্থ্য ও সুরক্ষার বিভিন্ন বিষয়ে সরাসরি সহায়তা লাভ করতে পারবে। খবর আরব নিউজের।

আগামী ১লা নভেম্বর 'আইএমসি ওমেন'স হেলথ' নামে অ্যাপ্লিকেশনটি উদ্বোধন করা হবে।

অ্যাপটিতে নারীদের বিভিন্ন শারীরিক পরিবর্তনের হিসেব রাখা যাবে যা তাদেরকে তাদের শরীর ও স্বাস্থ্যের দিকে আরও মনোযোগী রাখতে সহায়তা করবে।

অ্যাপটি শুধুমাত্র ডায়েট বা ফিটনেস ট্র্যাকার হিসেবে কাজ করবে না। এটা একই সঙ্গে স্ত্রীরোগ সংক্রান্ত পরিসেবা, প্রেগনেন্সি ইত্যাদি বিষয়ে নারীদের সহায়তা করবে বলে জানান অ্যাপটির ক্রিয়েটররা।

আরও পড়ুন:

মূল পর্ব শুরুর আগেই দল ছাড়লেন জয়াবর্ধনে

যে ক্লাবের সদস্য হতেই লাগে দেড়শ' কোটি টাকা

মার্কিন ড্রোন হামলায় আল কায়েদার শীর্ষ নেতা নিহত

জাপানী নারীদের দীর্ঘ যৌবনলাভের গোপন রহস্য


অ্যাপটির ডিজাইন ও অ্যানালাইসিসের দায়িত্বে থাকা ফারহা আবদেলহক আরব নিউজকে বলেন, আমরা নারীদের সুস্থতা এবং ভালো স্বাস্থ্যের উপর সবচেয়ে বেশি নজর দিয়েছি।

এটা একই সঙ্গে যেন মানসিক ও শারীরিক সুস্বাস্থ্যের সমন্বয় ঘটায়। নারীদের রোগপ্রতিরোধ ক্ষমতা এমনিতেই ভালো হওয়ায় তাদের গড় আয়ু বেশি হয়ে থাকে, তবে তারা যেন সুস্থ্য থাকতে পারে এটাই আমাদের অ্যাপের মূল উদ্দেশ্য।

news24bd.tv/ নকিব