পীরগঞ্জে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জিজ্ঞাসাবাদে সৈকত ও রবিউল

পীরগঞ্জে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জিজ্ঞাসাবাদে সৈকত ও রবিউল

অনলাইন ডেস্ক

রংপুরের পীরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার মূল হোতা সৈকত মণ্ডল (২৪) ও সহযোগী রবিউল ইসলামকে (৩৬) টঙ্গী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানায় র‌্যাব বাহিনী।

জিজ্ঞাসাবাদে সৈকত ও রবিউল জানায়, অরাজকতা তৈরি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার লক্ষ্যে হামলাকারীদের জড়ো করেছিল তারা।

গত ১৭ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অবমাননাকর পোস্টকে কেন্দ্র করে পীরগঞ্জের বড় করিমপুর গ্রামে বেশ কয়েকটি বাড়িঘর, দোকানপাট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।

ওই ঘটনায় পীরগঞ্জ থানায় ৩টি মামলা দায়ের হয়।

এরপর র‌্যাব-১৩ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করার পর তাদের দেওয়া তথ্যে হামলায় ঘটনার সংশ্লিষ্টতা সম্পর্কে জানা যায় বলে উল্লেখ করা হয় সংবাদ সম্মেলনে।

র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১৩ এর একটি দল শুক্রবার রাতে টঙ্গী থেকে মো. সৈকত মণ্ডল ও মো. রবিউল ইসলাম কে গ্রেপ্তার করে।


আরও পড়ুন:

বন্ধ হয়ে যাওয়া সীমান্ত খুলে দেওয়ার ঘোষণা সিঙ্গাপুরের

ডিজিটাল কবিরাজি, ফোনে ৪০ নারীর অশ্লীল ভিডিও

'রাজাকার' পুত্রকে আওয়ামী লীগের মনোনয়ন, প্রতিবাদে মানববন্ধন

৮ দফা দাবি নিয়ে অনশনরত সনাতন ধর্মাবলম্বীদের শাহবাগ অবরোধ


গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারা অরাজকতা তৈরি, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার লক্ষ্যে এই সমস্ত কিছু করে।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

news24bd.tv/এমি-জান্নাত