এবার শিক্ষার্থীদের পড়াশোনার চাপ কমাতে চায় চীন

এবার শিক্ষার্থীদের পড়াশোনার চাপ কমাতে চায় চীন

অনলাইন ডেস্ক

নতুন শিক্ষা আইনে শিক্ষার্থীদের ওপর পড়াশোনার চাপ কমানোর উদ্যোগ নিয়েছে চীন। এ বছর শিশুদের প্রতি মা-বাবার আরও দায়িত্বপূর্ণ আচরণের দিকে নজর দিচ্ছে দেশটি। ধনী অভিভাবকরা তাদের সন্তানদের শীর্ষ বিদ্যালয়ে ভর্তি করার জন্য হাজার হাজার টাকা খরচ করতে ইচ্ছুক যা শিক্ষাক্ষেত্রে বৈষম্য তৈরি করে। সব বিষয় বিবেচনায় এনে আইনটি করে চীন।

সদ্য পাস হওয়া আইনে শিক্ষার্থীদের বাড়ির কাজের যে চাপ, তা কমানোর কথা বলা হয়েছে।  আজ শনিবার বিবিসি এ তথ্য জানায়।

আইনটি নিয়ে সোশ্যাল মিডিয়া সাইট উইবোতে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে অনেকে।

তরুণ সমাজকে অনলাইন গেম আসক্তি এবং ইন্টারনেট ভিত্তিক সেলেব্রিটিদের প্রতি আগ্রহ কমাতে এ বছর চীন সরকার আরও কিছু উদ্যোগ নিয়েছে।

কর্মকর্তারা এসময় সতর্ক করেন এসব আসক্তির জন্য শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে।


আরও পড়ুন:

বন্ধ হয়ে যাওয়া সীমান্ত খুলে দেওয়ার ঘোষণা সিঙ্গাপুরের

ডিজিটাল কবিরাজি, ফোনে ৪০ নারীর অশ্লীল ভিডিও

'রাজাকার' পুত্রকে আওয়ামী লীগের মনোনয়ন, প্রতিবাদে মানববন্ধন

৮ দফা দাবি নিয়ে অনশনরত সনাতন ধর্মাবলম্বীদের শাহবাগ অবরোধ


এছাড়া শিশুরা কোনো অপরাধে জড়ালে অভিভাবকদের শাস্তির বিধান রেখে আইন করার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে গত সোমবার জানিয়েছে চীনের পার্লামেন্ট।

নতুন এই আইনে,  শিশুদের পড়াশোনার চাপ কমিয়ে পর্যাপ্ত শরীরচর্চা ও অবসরের ব্যবস্থা করার বিষয়টি নজরে রাখতে স্থানীয় সরকার কর্তৃপক্ষকে করতে বলা হয়েছে।

তবে, নতুন আইনের পুরো নথি এখনও প্রকাশ করা হয়নি।

news24bd.tv/এমি-জান্নাত