আগারগাঁওয়ে উন্নয়ন কাজে ধীর গতি, দুর্ভোগ চরমে

Other

রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্সের সামনে চলছে রাস্তা, ড্রেন ও ফুটপাত উন্নয়নের খোঁড়াখুড়ি। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।  

কারণ হিসেবে চলমান প্রকল্পের মধ্যে মেট্রোরেল কর্তৃপক্ষের স্থাপনা থাকা ও মঞ্জুরি কমিশনের রাস্তার জায়গা নিয়ে ডিএনসিসির সাথে জটিলতাকে দুষলেন ঠিকাদারী প্রতিষ্ঠান। অবশ্য সমস্যা সমাধানের উদ্যোগ নেয়ার কথা বলেছেন, স্থানীয় জনপ্রতিনিধি।

রাস্তায় জলাবদ্ধতা আর খানাখন্দের ভোগান্তি দূর করতে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘর, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও জাতীয় সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্স সামনের রাস্তা সংস্কার ও ড্রেন-ফুটপাত নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে ডিএনসিসি।

তিন মাসের বেশি সময় ধরে চলা এ প্রকল্পের মাত্র ৩০ শতাংশ কাজ শেষ করেছে ঠিকাদার। ফলে চলাচলে চরম বিপাকে রাস্তা ব্যবহারকারীরা।

আরও পড়ুন: অন্য ধর্মের ওপর আঘাত করার অধিকার কারো নেই: হানিফ

কাজের ধীরগতির কারণ হিসেবে প্রকল্প এলাকার রাস্তায় কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের স্থাপনা সরিয়ে না নেওয়াকে দুষলেন ঠিকাদার।

জন-ভোগান্তি দূর করে রাস্তা ও ড্রেন নির্মাণে এসব সমস্যার সমাধানের উদ্যেগ নেয়া হয়েছে বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধি।  

বাকি রাস্তা বুঝে পেলে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করার কথা জানায় ঠিকাদারী প্রতিষ্ঠান।

news24bd.tv নাজিম