বাংলাদেশের বিপক্ষে নামার আগে শ্রীলঙ্কা শিবিরে বড় দুঃসংবাদ

বাংলাদেশের বিপক্ষে নামার আগে শ্রীলঙ্কা শিবিরে বড় দুঃসংবাদ

অনলাইন ডেস্ক

আজ সুপার টুয়েলভের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় বিকেল ৪টা আবুধাবির শারজা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। কিন্তু টাইগারদের বিপক্ষে নামার আগে দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা দল।

শ্রীলঙ্কার রহস্য স্পিনার মহেশ থিকশানার বাংলাদেশের বিপক্ষে খেলা অনিশ্চিত।

কারণ গ্রুপ পর্বে নেদারল্যান্ডের বিপক্ষে খেলার সময় চোট পান তিনি। গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার জয়ে বড় ভূমিকা ছিল মহেশ থিকশানার।

শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে কেবল ১ ওভারই বল করেন থিকশানা। তাতেই ৩ রান দিয়ে নেন ২ উইকেট।

এরপর সাইড স্ট্রেনের চোটে মাঠের বাইরে চলে যান তিনি।

আরও পড়ুন


কানাডার ক্যালগেরিতে প্রতিবাদ সভা এবং কার র‌্যালি

বাংলাদেশের খেলার দিনে ৬ হাইভোল্টেজ ম্যাচ

স্বপ্নের পায়রা সেতুর উদ্বোধন আজ, দক্ষিণাঞ্চলে উৎসবের আমেজ

‘ক্রসফায়ারের হুমকি দিয়ে মুসাকে দিয়ে স্ত্রী মিতুকে হত্যা করায় স্বামী বাবুল’


মহেশ থিকশানা গ্রুপ পর্বে ৩ ম্যাচে নিয়েছেন ৮ উইকেট। এই স্পিনারের বাংলাদেশের বিপক্ষে খেলার সম্ভাবনা একদমই ক্ষীণ। শনিবার ম্যাচ পূর্ব দলের সংবাদ সম্মেলনে হাজির হয়ে অধিনায়ক দাসুন শানাকা কোন আশার খবর দিতে পারেননি। বলেছেন, আমরা এখনো তার পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ফিজিওর সঙ্গে কথা বলে অবস্থা বুঝে তারপর সিদ্ধান্ত নেব।

উইকেট কিছুটা মন্থর থাকায় শারজাহর মাঠে স্পিনাররাই রাখতে পারেন বড় ভূমিকা। দুই পেসার দুশমন্ত চামিরা, লাহিরু কুমারার সঙ্গে দুই স্পিনার খেলিয়ে আসছে শ্রীলঙ্কা। লেগ স্পিনার ভানিন্দু হাসারাঙ্গার সঙ্গে খেলছিলেন অফ স্পিনার মহেশ থিকশানা।

news24bd.tv এসএম