নারী-পুরুষ 'জড়িয়ে ধরার' দৃশ্য দেখানো যাবে না টিভির পর্দায়

নারী-পুরুষ 'জড়িয়ে ধরার' দৃশ্য দেখানো যাবে না টিভির পর্দায়

অনলাইন ডেস্ক

টেলিভিশনের পর্দায় জড়িয়ে ধরা বা 'আলিঙ্গনের' দৃশ্য সম্প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তান। ইসলামী শিক্ষা ও পাকিস্তানি সংস্কৃতির পরিপন্থী হওয়ায় এই নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি। খবর দ্য ডনের।

শনিবার (২৩ অক্টোবর) দ্য ডন-এর প্রতিবেদন থেকে জানা গেছে, ইতোমধ্যে প্রত্যেকটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত একটি নির্দেশনা পাঠিয়েছে পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা)।

 

নির্দেশনায় বলা হয়েছে, আলিঙ্গন, প্রেমের দৃশ্য, বিবাহ বহির্ভূত সম্পর্ক, অশ্লীল বা অশোভন পোশাক, বিছানার দৃশ্য এবং বিবাহিত দম্পতির ঘনিষ্ঠতা পাকিস্তানি সমাজের ইসলামী শিক্ষা এবং সংস্কৃতিবিরোধী। এ ছাড়া এসব ‍দৃশ্যের জন্য সাধারণ জনগণের কাছ থেকে অসংখ্য অভিযোগ পাওয়ার পর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আরও পড়ুন:

১০ দেশের রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ঘোষণা করলো তুরস্ক

যে ক্লাবের সদস্য হতেই লাগে দেড়শ' কোটি টাকা

ভারত-পাকিস্তান ম্যাচের বিতর্কিত কিছু ঘটনা

লাখ টাকায় স্ত্রীকে বৃদ্ধের কাছে বিক্রি করে দিলো স্বামী!


এর আগে গত বছর পাকিস্তানে অশ্লীলতার অভিযোগে তিনটি নাটক এবং একটি ওয়েব সিরিজকে নিষিদ্ধ করা হয়। এছাড়া একই অভিযোগে দেশটিতে নিষিদ্ধ রয়েছে জনপ্রিয় সোশ্যাল অ্যাপ টিকটকও।

news24bd.tv/ নকিব