৩ ম্যাচে ৫ রান সোহানের, যা বললেন টাইগার কোচ

ফাইল ছবি

৩ ম্যাচে ৫ রান সোহানের, যা বললেন টাইগার কোচ

অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে শ্রীলঙ্কার বিপক্ষে আজ মাঠে নামছে টাইগাররা। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে ম্যাচটি। তবে এই ম্যাচের আগে আলোচনায় অলরাউন্ডার আফিফ হোসেন ও উইকেটকিপার নুরুল হাসান সোহান।  

প্রস্তুতি ম্যাচে ভালো খেললেও বিশ্বকাপের গ্রুপ পর্বের তিন ম্যাচে উজ্জ্বল পারফরম্যান্স দেখাতে পারেননি দুজনের কেউই।

বিশেষ করে উইকেটকিপার নুরুল হাসান সোহান তিন ম্যাচে করেছেন মাত্র ৫ রান! 

তবে তাদের এমন পারফরম্যান্সের পরও তাদের নিয়ে সন্তুষ্ট কোচ রাসেল ডমিঙ্গো। সোহান ও আফিফের প্রশংসা করে তিনি বলেন, ‘আমি মনে করি, এই সংস্করণে আফিফ ও সোহান বাংলাদেশের জন্য খুব ভালো খেলোয়াড় হবে। ব্যাটিং অর্ডারে নিচের দিকে সোহান আমাদের সত্যিকারের একজন বিগ হিটার। এক ম্যাচে আফিফ ১৪ বলে ২১ রান করেছে।

সে ভালো খেলছে। আশা করি, এই পর্যায়ে সে ভালো করবে। ’

আরও পড়ুন:

১০ দেশের রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ঘোষণা করলো তুরস্ক

যে ক্লাবের সদস্য হতেই লাগে দেড়শ' কোটি টাকা

ভারত-পাকিস্তান ম্যাচের বিতর্কিত কিছু ঘটনা

লাখ টাকায় স্ত্রীকে বৃদ্ধের কাছে বিক্রি করে দিলো স্বামী!


সোহানের কিপিংয়েরও প্রশংসা করেছেন টাইগারদের কোচ, ‘সোহান দুর্দান্ত কিপিং করে। সে স্টাম্পের পেছনে থেকে ১০-১২ রান বাঁচায়। যেটি প্রায়ই ম্যাচে ব্যবধান গড়ে দেয়। ওদের দুজনের পারফরম্যান্সেই আমি সন্তুষ্ট। এ মুহূর্তে হয়তো বড় রান করতে পারছে না, কিন্তু দলে ওদের অবদানের মূল্য অনেক। ’

news24bd.tv/ নকিব