লালপুরে একসঙ্গে ৩ শিশুর জন্ম

লালপুরে একসঙ্গে ৩ শিশুর জন্ম

Other

নাটোরের লালপুর উপজেলায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন প্রসূতি রেখা খাতুন। এদের মধ্যে দুটি ছেলে ও একটি মেয়ে। বর্তমানে মা ও তিন শিশুই সুস্থ আছে বলে জানা গেছে।

গতকাল শনিবার রাতে উপজেলার গোপালপুর মুক্তার জেনারেল হাসপাতালে ওই তিন শিশুর জন্ম হয়।

প্রসূতি রেখা খাতুন উপজেলার ঢুষপাড়া গ্রামের কৃষক সাগর ইসলামের স্ত্রী।

জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুক্তার জেনারেল হাসপাতালে ডা. আনোয়ার হোসেনের অপারেশনের মাধ্যমে প্রসূতি রেখা খাতুন দুটি ছেলে ও একটি কন্যাসন্তানের জন্ম দেন। মা ও শিশুরা সবাই সুস্থ আছেন।

আরও পড়ুন:


স্বামীকে হত্যার পর হাত-পা কেটে পাতিলে রাখেন দ্বিতীয় স্ত্রী!

যে ক্লাবের সদস্য হতেই লাগে দেড়শ' কোটি টাকা

ভারত-পাকিস্তান ম্যাচের বিতর্কিত কিছু ঘটনা

লাখ টাকায় স্ত্রীকে বৃদ্ধের কাছে বিক্রি করে দিলো স্বামী!


এ বিষয়ে নবাগত শিশুর বাবা সাগর ইসলাম বলেন, দুই ছেলে ও এক কন্যাসন্তান একসঙ্গে জন্মগ্রহণ করায় আমি খুবই খুশি এবং মহান আল্লাহপাকের কাছে শুকরিয়া আদায় করেছি।

এ বিষয়ে মুক্তার জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মুক্তার হোসেন জানান, লালপুরে এই প্রথম একসঙ্গে তিন শিশু জন্মগ্রহণ করে এবং মা ও শিশু চারজনই সুস্থ আছেন।

news24bd.tv/ কামরুল