টাইগার একাদশে এলো একটি পরিবর্তন

টাইগার একাদশে এলো একটি পরিবর্তন

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে সুপার টুয়েলভের প্রথম লড়াইয়ে টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। আজকের ম্যাচে লাল-সবুজের দলে একটি পরিবর্তন এসেছে। পেসার তাসকিন আহমেদের পরিবর্তে একাদশে ফিরেছেন বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। প্রথমবার বিশ্বকাপ খেলতে নামছেন তিনি।

রোববার (২৪ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় টস অনুষ্ঠিত হয়। টস জিতে প্রথমে ফিল্ডিয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।

সংযুক্ত আরব আমিরাতের শারাজায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটায়। টস জিতে শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা বলেছেন, ‘আইপিএলের পর মনে হচ্ছে উইকেট কিছুটা স্লো হয়ে গেছে।

তিনটি ম্যাচ জেতার পর দলের পরিবেশ খুব ভালো আছে। আমরা প্র্যাক্টিস ম্যাচগুলোও জিতেছি। ’

news24bd.tv

মাহমুদউল্লাহ রিয়াদ অবশ্য টস হেরেও অসন্তুষ্ট নন। তিনি বলেছেন, ‘আমাদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। আশা করি টস হেরে ব্যাটিংয়ে আসায় ভালো কিছু হবে।

আরও পড়ুন: ১০ দেশের রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ঘোষণা করলো তুরস্ক

বাংলাদেশ স্কোয়াড: মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, লিটন দাস, মেহেদী হাসান, মোহাম্মদ নাঈম, মোহাম্মদ সাইফউদ্দিন, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, সাকিব আল হাসান।

news24bd.tv নাজিম