চলছে বাংলাদেশ-ভারত সম্পর্কের সোনালি অধ্যায় : হর্ষ বর্ধন শ্রিংলা

চলছে বাংলাদেশ-ভারত সম্পর্কের সোনালি অধ্যায় : হর্ষ বর্ধন শ্রিংলা

অনলাইন ডেস্ক

ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশ-ভারত সম্পর্কে বর্তমানে সোনালি অধ্যায় চলছে । তিনি বলেন, দুই দেশের কৌশলগত সম্পর্ক এখন অন্য যেকোনো সম্পর্কের চেয়ে গভীর। গতকাল শনিবার ভারতের বেঙ্গালুরুতে ‘১৯৭১ সালের যুদ্ধের মানবিক, রাজনৈতিক ও কূটনৈতিক দিক’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে ভারত ও বাংলাদেশের সম্পর্কের ‘সোনালি অধ্যায়’ সীমান্তের দুই পাশের জনগণের মধ্যে স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিয়ে আসছে।


আরও পড়ুন:

ইরানের নতুন গভর্নরের গালে চড়!

অজয় গোপন কথা ফাঁস করলেন কাজল

১০ দেশের রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ঘোষণা করলো তুরস্ক

যে ক্লাবের সদস্য হতেই লাগে দেড়শ' কোটি টাকা


তিনি বলেন, এই অংশীদারির পূর্ণ সম্ভাবনা বাস্তবায়নে দুই দেশের কৌশলগত, অর্থনৈতিক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির অব্যাহত সমন্বয় ঘটাতে হবে।  ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কীভাবে ধাপে ধাপে বাংলাদেশের মুক্তিসংগ্রামে সহযোগিতা দিয়েছেন, বিশ্বময় মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গড়েছেন হর্ষবর্ধন শ্রিংলা তার বর্ণনা দেন এবং সেই ধারা ভারতের পররাষ্ট্রনীতিতে বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

news24bd.tv/এমি-জান্নাত