প্রথম ওভারেই শ্রীলঙ্কার উইকেট পতন

প্রথম ওভারেই শ্রীলঙ্কার উইকেট পতন

অনলাইন ডেস্ক

শারজায় সাম্প্রতিক সময়ে পাওয়ার প্লেতে আঁটসাঁট বোলিংয়ে স্পিনারদের চেয়ে সফল পেসাররাই।

নাসুম-মেহেদীর ৩ ওভারের পর চতুর্থ ওভারে সাইফউদ্দিনকে এনেছেন মাহমুদউল্লাহ।

প্রথম ওভারে এ ডান হাতি পেসার দিয়েছেন ৮ রান।    মিড উইকেটে লিটন একটা বাউন্ডারি বাঁচালেও স্কয়ার লেগে এরপর আর পারেননি।

    

বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১৭২ রানের টার্গেট ছুড়ে দিয়েছে টাইগাররা।

প্রতিবেদন লেখার সময় শ্রীলঙ্কার স্কোর ৩ ওভারে এক উইকেটে ২৬ রান। চারিথ আসালাঙ্কা ১০ বলে ২১ ও পাথুম নিসাঙ্কা ৫ বলে ৪ রানে ব্যাট করছেন।

আরও পড়ুন


অতিরিক্ত আপেল খেলে হতে পারে যেসব বিপদ!

যে কারণে মহিব উল্লাহসহ ৭ খুন সংঘটিত হয়!

ঘুরতে আসা তরুণীকে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টা, মূল হোতা গ্রেপ্তার

পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় ইকবালের সঙ্গে যে ৩ জনের যোগসূত্র


এর আগে টসে হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭১ রান সংগ্রহ করে টাইগাররা।

ওপেনার নাঈম শেখ ৫২ বলে ৬২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। বিশ্বকাপে এটি নাঈমের দ্বিতীয় ফিফটি। এর আগে প্রথম রাউন্ডে ওমানের বিপক্ষে ম্যাচে ৫০ বলে ৬৪ রানের ইনিংস খেলেছিলেন এই বাঁহাতি ওপেনার।

অফ-ফর্মে থাকা মুশফিকুর রহীমের ব্যাটও হেসেছে আজ। ৩৭ বলে ২ ছক্কা ও ৫ চারের সাহায্যে অপরাজিত ৫৭ রানের ইনিংস খেলেন তিনি। অধিনায়ক মাহমুদ উল্লাহও অপরাজিত ছিলেন, ৫ বলে ১০ রান করে। শ্রীলঙ্কার পক্ষে চামিকা করুণারত্নে, বিনুরা ফর্নান্ডো ও লাহিরু কুমারা একটি করে উইকেট লাভ করেন।

news24bd.tv/তৌহিদ

সম্পর্কিত খবর