না বুঝেই মা হলেন এক নারী!

ছবি : সংগৃহীত

না বুঝেই মা হলেন এক নারী!

অনলাইন ডেস্ক

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে এক নারী মা হয়েছেন। গতকাল শনিবার  রাতে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে ওই মা সন্তান প্রসব করেন।

জানা গেছে সদ্য মা হওয়া ওই নারী মানসিক ভারসাম্যহীন।

জানা যায় গতকাল শনিবার রাতে প্রসব বেদনা দেখে কর্তব্যরত এলাকার চৌকিদার শহিদ উল্লাহ টেকনাফ থানায় খবর দেন।

পরে থানা থেকে মানসিক রোগীদের নিয়ে কাজ করা মানবিক প্রতিষ্ঠান মারোতের সহযোগিতায় টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে আসে। এ সময় টেকনাফ হাসপাতালের চিকিৎসক এবং কর্তব্যরত নার্সের সহযোগিতায় ডেলিভারি সম্পন্ন করেন।


আরও পড়ুন:

চাঞ্চল্যকর সেই দম্পতি হত্যার রহস্য উদঘাটন করলো পিবিআই

দুই সন্তানের বাবার নামে প্রেমিকার মামলা

সুইমিং পুলে শুয়ে কী বললেন শ্রাবন্তী?

চলছে বাংলাদেশ-ভারত সম্পর্কের সোনালি অধ্যায় : হর্ষ বর্ধন শ্রিংলা


বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দীন জানান, শিলখালী বাজারে ঘোরাঘুরি করতে দেখা যেত এক মানসিক রোগীকে। এরই মধ্যে সে গর্ভবতী হয়ে সন্তান জন্ম দিয়েছে বলে শুনেছি।

তবে যারা এ অমানবিক কাজের সাথে  যুক্ত তারা মানবতার শত্রু।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল জানান, মা ও বাচ্চা বর্তমানে টেকনাফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা দুজনই সুস্থ আছেন।

news24bd.tv/এমি-জান্নাত