মন্দির-মণ্ডপে নিরাপত্তা জোরদারের নির্দেশ

মন্দির-মণ্ডপে নিরাপত্তা জোরদারের নির্দেশ

অনলাইন ডেস্ক

রাজধানীর ৫০ থানা এলাকায় নিরাপত্তা জোরালো করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। কুমিল্লার ঘটনার সূত্র ধরে রাজধানীর কোনো মন্দির ও পূজামণ্ডপে যাতে হামলার ঘটনা না ঘটে, সে জন্য ডিএমপির পক্ষ থেকে এই নির্দেশনা দেয়া হয়েছে।

ডিএমপি সদর দপ্তর মিলনায়তনে অপরাধবিষয়ক সভায় রোববার (২৪ অক্টোবর) দুপুরে ডিএমপি কমিশনার এই নির্দেশ দেন বলে সভা সূত্রে জানা গেছে।


আরও পড়ুন:

চাঞ্চল্যকর সেই দম্পতি হত্যার রহস্য উদঘাটন করলো পিবিআই

দুই সন্তানের বাবার নামে প্রেমিকার মামলা

সুইমিং পুলে শুয়ে কী বললেন শ্রাবন্তী?

চলছে বাংলাদেশ-ভারত সম্পর্কের সোনালি অধ্যায় : হর্ষ বর্ধন শ্রিংলা


সভায় ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ডিএমপির ৫০ থানা এলাকায় যেসব মন্দির বা পূজামণ্ডপ আছে, সেসব স্থানে যাতে হামলার ঘটনা না ঘটে, সে জন্য পুলিশের নিরাপত্তা জোরদার করতে হবে।

সভাসূত্রে আরও জানা যায়, সভায় ডিএমপির সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপকমিশনার, ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) ও ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সহকারী কমিশনার, অতিরিক্ত কমিশনার ও ডিএমপি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

news24bd.tv/এমি-জান্নাত