ক্রিকেটারদের পারফরম্যান্সের সমালোচকরা যেন আয়নায় নিজেদের চেহারা দেখেন। ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা বলেন মুশফিকুর রহিম।
সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘যারা এসব বলেন তারা নিজেদের মুখটা আয়নায় দেখা উচিত। তারা দেশের হয়ে খেলে না, আমরাই খেলি।
আরও পড়ুন:
পীরগঞ্জের ঘটনায় রিমান্ড শেষে ৩৭ জন জেলহাজতে
সাকিব-নাসুমের পর সাইফুদ্দিনের আঘাত
লিটনের ক্যাস মিস, মাসুল গুনছে টাইগাররা
তিনি জানান, ‘এটা তো হতেই থাকবে। আপনি ভালো করলে সবাই তালি দেবে, খারাপ করলে গালি দেবে। এটাই স্বাভাবিক, তাই না? ১৬ বছর ধরে খেলছি। এটা আমার কাছে নতুন কিছু না। ’
news24bd.tv/তৌহিদ