ইকুয়েডরের একটি কারাগার থেকে ৭ জনের মরদেহ উদ্ধার

ইকুয়েডরের একটি কারাগার থেকে ৭ জনের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

ইকুয়েডরের একটি কারাগার থেকে ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির ন্যাশনাল ব্যুরো অব প্রিজন্স -এসএনএআই  বিষয়টি নিশ্চিত করে।

গতকাল শনিবার এসব মৃতদেহ উদ্ধার করা হয়। তবে এসএনএআই কর্তৃপক্ষ টুইটারে বিষয়টি জানালেও বিস্তারিত কোনো বর্ণনা দেয়নি।

এরআগে গেল মাসে একই কারাগারে দাঙ্গায় ১১৯ জনের প্রাণ গেছে। ওই আহত হন বহু বন্দি। গত মাসে ভয়াবহ দাঙ্গার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি অবস্থা জারি করেন দেশটির প্রেসিডেন্ট গুইলারমো লাসো।


আরও পড়ুন:

দুই সন্তানের বাবার নামে প্রেমিকার মামলা

সুইমিং পুলে শুয়ে কী বললেন শ্রাবন্তী?

চলছে বাংলাদেশ-ভারত সম্পর্কের সোনালি অধ্যায় : হর্ষ বর্ধন শ্রিংলা

ইরানের নতুন গভর্নরের গালে চড়!


কারাগারগুলোতে সংঘর্ষ থামাতে কাজ করছে সেনাবাহিনীও ।

কারা কর্তৃপক্ষ বলছে, অপরাধী চক্রের সদস্যদের সঙ্গে যোগসাজশ রয়েছে কারাবন্দিদের। মাদক পাচারের রুট নিয়ে মূলত তাদের দ্বন্দ্ব হয়। তবে ওই কারাগারের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

news24bd.tv/এমি-জান্নাত