ভারতকে হারিয়ে যা বললেন বাবর আজম

ভারতকে হারিয়ে যা বললেন বাবর আজম

অনলাইন ডেস্ক

ভারতের বিপক্ষে মাঠে নামার আগে পাকিস্তানের হেড টু হেড পরিসংখ্যান ছিল ১২-০। বিশ্বকাপ মঞ্চের ভারতের বিপক্ষে কোনো জয়ই ছিল না দলটির। ১২-০ কে ১২-১ এ পরিণত করলেন বাবর আজম।

১০ উইকেটের ব্যবধানে ভারতকে হারিয়ে বিশ্বকাপ মঞ্চে নতুন ইতিহাস গড়েছে বাবর আজমের দল।

  ব্যাটিং বোলিং সব দিক দিয়েই পরাস্ত কোহলি বাহীনি।

আরও পড়ুন:


পীরগঞ্জের ঘটনায় রিমান্ড শেষে ৩৭ জন জেলহাজতে

শ্রীলঙ্কাকে দাঁড়াতে দিল না সাকিব

সাকিব-নাসুমের পর সাইফুদ্দিনের আঘাত

লিটনের ক্যাস মিস, মাসুল গুনছে টাইগাররা


এ জয়ে উচ্ছ্বসিত পাক অধিনায়ক বাবর আজম বলেন, ‘আমরা আমাদের পরিকল্পনার সঠিক বাস্তবায়ন করেছি। শুরুর দিকে ভারতের তিন উইকেট ফেলে দেওয়া আমাদের সহায়তা করেছে। প্রথম দিকে শাহীন আফ্রিদির নেওয়া উইকেটগুলো আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়।

এরপর আমাদের স্পিনাররাও ভারতীয় ব্যাটারদের ওপর পূর্ণ প্রভাব বিস্তার করে । ব্যাটিংয়ে রিজওয়ানের সঙ্গে আমার পরিকল্পনাটি ছিল সাধারণ। আমরা প্রথম ৮ ওভার পর্যন্ত ধীরে দেখে শুনে খেলার দিকে মনযোগী হয়েছিলাম। এরপর থেকে শিশির ঝরতে থাকে। ব্যাটে বল আসতে থাকে দারুণভাবে। জুটি গড়ায় আত্মবিশ্বাস পাই তখন। ’ 

খেলায় কেমন চাপ অনুভব করেছেন প্রশ্নে বাবর আজমের জবাব, ‘না তেমন একটা চাপ অনুভব করিনি। আসলে ভারতের বিপক্ষে আমাদের অতীত রেকর্ড নিয়ে মাথা ঘামাইনি। আমি শুধু আমার সতীর্থদের সাহস জুগিয়েছি, যারা বেশ কিছুদিন ধরে দারুণ প্রস্তুতি নিয়ে রেখেছে। বিশ্বকাপের আগে আপনি যখন টুর্নামেন্ট খেলবেন, সেটা অবশ্যই সাহায্য করবে। এমন কিছু টুর্নামেন্ট খেলে বিশ্বকাপে এসেছে আমাদের খেলোয়াড়রা, এটি বিশ্বকাপ মঞ্চে আমাদের খুব সহায়তা করছে। ’

news24bd.tv/তৌহিদ

সম্পর্কিত খবর