পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল শ্রমিকের মৃত্যু

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল শ্রমিকের মৃত্যু

Other

পটুয়াখালীতে মোটরসাইকেল-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে সুজন দেবনাথ (৩০) নামের এক মোটরসাইকেল শ্রমিকের (মেকার) মৃত্যু হয়েছে। রোববার বিকেলে শহরের শিল্পকলা একাডেমির সামনের সড়কে এ ঘটনা ঘটে। উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে নেয়ার পথে সুজনের মৃত্যু হয়।

সুজনের স্বজনরা ও পুলিশ জানায়, শহরের একতা সড়কের বাসিন্দা সুনিল দেবনাথের ছেলে সুজন শহরের পৌর মুসলিম গোরস্থান এলাকায় একটি গ্যারেজে মোটরসাইকেল শ্রমিকের কাজ করতো।

প্রতিবারের মতো এবারও গ্রাহকের একটি পালসার মোটরসাইকেল মেরামত করে পরীক্ষার জন্য সড়কে বের হয়।

শহরের শিল্পকলা একাডেমি অতিক্রমকালে সার্কিট হাউস গামী একটি অটোবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে গুরুত্বর আহত হয় সুজন। তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়। বরিশাল নেওয়ার পথে তার মৃত্যু হয়।

  

আরও পড়ুন:


পুকুরে না, সেই গদা পাওয়া গেল বাড়ির ভেতরে!

পাকিস্তানি সমর্থকদের ওপর ভারতীয় সমর্থকদের হামলা, আহত ২

মম অভিনীত নতুন ছবি ‘আগামীকাল’


পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, শহরের সুনিল দেবনাথের ছেলে সুজন মোটরসাইকেল দুর্ঘটনার পর উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেয়ার পথে মারা গেছে। দুর্ঘটনার পর অটোরিক্সাটি নিয়ে চালক পালিয়ে গেছে।